মানুষ বড়ই আজব একটা প্রাণী। যা বলে তা আসলে মানে না। যা মানে তা মন থেকে স্বীকার করে না। যেমন প্রেম-ভালবাসা-বিয়ের কথাই ধরুন। কিছু মানুষ বলবে, না না আমার কাছে একটা মানুষের মন টাই আসল। চেহারা নয়। অথচ, তারা প্রেম-ভালবাসার ক্ষেত্রে সবচেয়ে সুন্দর মানুষ টা কেই খুজবে। কিছু মানুষ বলবে, আমার কাছে টাকা-পয়সা বড় কথা না। কিন্তু, তারা বিয়ে করলে সেই টাকা পয়সা দেখেই করবে। আবার কিছু মানুষ বলবে; ক্ষমতা,সামাজিক অবস্থান দেখে কি আর ভালবাসা হয়? ভালবাসা তো হয় মন থেকে! অথচ কি তারা বেকার, অথবা স্বল্প-আয়কারী মানুষ কে সহজে বিয়ে করতে চায়? আর যারা প্রেম করার সুযোগ পান না, তারা বিয়ে করতে চাইলে ঘটক ভাড়া করে প্রথমেই অগ্রাধিকার দিবেন সু্ন্দর,ধনী,ক্ষমতাবান মানুষ দের। কেউ কেউ তো লিস্ট বানিয়ে রাখেন এসব ক্ষেত্রে! মানুষ মুখে বলে এক কথা, মনে আরেক। তারা মনের কথাটা স্বীকার তো করতেই চায় না। একেক জনের একেক চাওয়া থাকতেই পারে। তবে সেটা সে স্বীকার করবে না কেন? এত ভণিতা কিসের? নাকি তাদের সত্য মেনে নেয়ার মত সাহস নেই? যাই হোক না কেন, এ ভণিতার ফল কখনই ভাল নয়। আর যদি এত চাহিদা থেকে থাকে, তবে তারা আগে নিজের দিকে তাকান। যেগুলো চান সেগুলো অন্যের মধ্যে না খুঁজে নিজে অর্জন করার চেষ্টা করুন, মন-মানসিকতা সুন্দর করুন, সততার উপর আস্থা রাখুন।.....এত কিছুর পর ও যে সৎ ও সত্যিকার ভালবাসা পৃথিবীতে নেই তা বলা যাবে না। যারা সৎ, সাহসী তারা বিশ্বাস করেন, ভালবাসা-বিয়ে আসলেই এসব হিসাব কষে হয় না। একটা সম্পর্ক এভাবে শুরু করা যায় না। মন থেকেই আসলে ভালবাসা উৎসারিত হয়। এবং সে ভালবাসার সম্পর্কই মজবুত ও দৃঢ় হয়।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৬