এখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক জিয়ার রায় টা একটা অসম্ভব রায় – হাসিনার শাসনামলে এমন একটা রায় হইতে পারে এইটা ভাবাও যায় না । আমরা যারা ফেসবুকে আতলামি করে ভাব নেই যে বহুত দিগগজ হয়ে গ্যেছি তাদের জন্যে এইটা একটা শিক্ষা যে – সারফেসে দেখে যা বোঝা যায় তার আড়ালে অনেক খেলা আছে যার খবর আমরা ম্যেঙ্গোপিপল রাখিনা ।
ভারত, আমেরিকা, দেশাই, মেশাই যেই সব মিটিং ফিটিং হয় সেইগুলোর অনেক মজেজা আছে – সেই গুলো সব পেপারে আসেনা।
এত দিন ধরে সরকার যেই আরগুমেন্টটা বিল্ড আপ করছে, শেখ হাসিনা এত দিন ধরে যেই বক্তব্য দিয়ে আসছে এবং তারেক জিয়া কে ডিলিজিটিমাইজ করে জয় এর পথ কে সহজ করার যে লং টার্ম স্ত্রাটেজি আওয়ামি লিগ নিছে সেইটার বুকে এই রায় একদম ডাইরেক্ট আঘাত।
আওয়ামি লিগ এইটা হইতে দিছে - আমার এইটা বিশ্বাস করতে অসম্ভব লাগতাছে – এই খানে অনেক বড় একটা গেম হইছে।
এইটার একটা মাত্র ব্যাখ্যা হইতে পারে, আমেরিকা কিছু একটা নিয়া চাপ দিছে। নইলে এই রায় অসম্ভব।
সেইটা কি ?
একটা খুব আজে বাজে অনলাইন পত্রিকায় একটা লেখা পড়লাম তা হইল, জয় এর বিরু্ধে আমেরিকায় কিছু অভিযোগ আসছে যেই গুলো, আমেরিকা নাড়া চাড়া করবে বলে হুমকি দিছে আমেরিকা ।
এই রায়ে গিল্টি হলে, আওয়ামি লিগ এর গলাবাজির থেকে বড় ইমপ্লিকেশান ছিল তারেক নিরবাচনে পারটিসিপেট করতে পারত না – যেই টা আমেরিকার কাছে অত্যন্ত অগ্রহনযোগ্য পজিশান।
আমেরিকা নেক্সট টাইম আওয়ামী লিগ রে দেখতে চায় না কিন্তু সেইটা সম্পূর্ণ তাদের চাওয়ার উপর নির্ভর করেনা আমেরিকার সেই বেইল আর নাই – কিন্তু তারেক যদি ইলেকশান ই করতে না পারে ত বিএনপি উইক হবে। খালেদা জিয়া ফুললি ফিট না আর। আওয়ামী লিগ এর উপর তত দূর লিভারেজ এখনো আমেরিকার আছে, না থাক্লেও আমেরিকা প্রেশার দেয়ার ব্যবস্থা করছে ।
এবং ঠিক রায় এর আগে আগে দেশাই এর আসা এবং গত এক মাস ধরে, মজিনার দিল্লি যাত্রা সব গুলোর মুল একটা ইস্যু ছিল এই রায় টা – ওরা ডিটেলস এ কাজ করে।
পরাশক্তি রা এখন চাইলেই, নিরবাচন এর রায় পরিবরতন করতে পারে বলে আমার মনে হয় না, কিন্তু এই ডিটেলসঃ গুলো তে আমেরিকা , ইন্ডিয়া খেলে ।
এই আলাপটা ষড়যন্ত্র তত্ত । আমি নিজে ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী না – কমন সেন্সে বিশ্বাসী কিন্তু আজকের রায়ের আমি এইটা ছাড়া আর কোন ব্যাখ্যা পাচ্ছি না।
কিন্তু, আজকে দিন এর সব চেয়ে মজার সিন হইলো, বিএনপির লোক জন ঠারে ঠরে স্বীকার করে নিচ্ছে আদালত এর নিরেপক্ষতা প্রমান হইছে আর আওয়ামী লিগ এর লোক জন ডাইরেক্টলি বলতাছে, বিচার ব্যবস্থা আর নিরপেক্ষ নাই।
মাঝে মাঝে এই সব কমেডি দেখতে পারি বলে, বাংলাদেশে এত দুক্ষ কষ্টের মধ্যেও আমাদের হাসির অভাব হয়না ।