ছোট্ট একটা পুকুর। ধরুন তাতে বিশাল একটা পাথর ছুড়লেন। আপনি নিশ্চিত ধরে নিতে পারেন, পাথরটা ডুবে যাবে একবারেই। আর বিশাল একটা ঝড় তুলে সব এলোমেলো করে দেবে। অথচ এই পাথরটাকেই একটু খেটেখুটে নুড়ি বানিয়ে একে একে ছুড়ে দিলে ছোট্ট ছোট্ট করে অনেকগুলো ঢেউ দিয়ে পুরো পুকুরের সবটুকু পানিকেই নাড়িয়ে দেয়া যায় সহজেই।
জীবনটাও চলে একই নীতিতে। হুট করে সব পারফেক্ট হবে এমন আকাশ কুসুম স্বপ্ন দেখে কেবল বোকারা। আজকের যে ব্যার্থতা, তার সবটুকুই অযথা নয়। সে কিন্তু গোপনে আগামীদিনের যাত্রাপথে একটা সিড়ির ধাপ জুড়ে দিয়েছে, যা ওই যাত্রাকে সহজ করবে। অল্প অল্প করে ক-ত’টা বিশালতার পথে যাত্রা করা যেতে পারে, তা জেনে যাবেন একটু পেছনে ফিরলেই। ভাবা যায়, এই আপনিই একদিন খাতা খুলে জীবনের প্রথম বর্ণমালা লিখতে শিখেছিলেন??
"Practice makes a man perfect" কথাটা আমরা রোজ শুনি বলেই হয়তো মাথায় থাকেনা। অথচ চেষ্টা থেকেই পৃথিবীর সকল মেধা জন্ম নেয়।
প্রাত্যাহিক হইচই আর অবসাদের মধ্য থেকেও শুধু জীবনকে দেয়ার জন্য অল্প একটু সময় বের করে নিন। কাল যেন পেছনের জীবনটা হাহাকার করে না বলে, সে তার প্রাপ্য স্বাপ্নিক আকাশটার উপলব্ধি থেকে বঞ্চিত হয়েছে।
জীবন সবাইকে সুযোগ দেয়, রোজ রোজ দেয়। আপনি জীবনকে সেই সুযোগ দেয়ার সুযোগটা দিচ্ছেন তো??