রাত নিঝঝুম
হঠাৎ! ঘনীভূত মেঘের প্রবল ইশারায় সমস্ত রাত মেঘের তীব্র গর্জনে কেঁপে উঠল
শুরু হলো , এক নতুন মহাকাব্য।
যেখানে , কোন দিন নেই , কোন রাত্রি নেই , কোন আলো নেই।
আছে শুধু রাত্রি , আর বৃষ্টি।
নিকষ কালো মেঘের তীব্র বর্ষন,
যেন কোন অষ্টাদশীর প্রেম বিরহ কান্না,
যেন কোন দেবতার প্রবল আর্তনাদ,
যেন কোন প্রেমসিক্ত যুবকের মনে ভালোবাসার শুভ্র বারি,
অথবা , এটি একটি স্বাভাবিক বৃষ্টি।
অমর সে বৃষ্টি
মেঘ অসীম
রাত্রি অসীম
ভালোবাসা অসীম
কিন্তু , কষ্টে জর্জরিত মানব মন সসীমতার পথ খুঁজে।
বৃষ্টি ধারা অব্যাহত
বান ডেকেছে চতুর্দিক
স্রোতের তোড়ে ভেসে যাচ্ছে সব
সব আবেগ , সব ভালোবাসা , সব বিরহ।
শুধু মহারোহে বেঁচে আছে কিছু প্রাণহীন প্রাণী,
যারা পরিচিত মানুষ হিসেবে।
অবশেষে ভোর হল,
উদয় হল তিমিরবিনাশী রাঙ্গা সূর্য।
ভোরের আলোয় দৃশ্যমান সবকিছু,
সবকিছু যেন বর্ণীল,
লাল!
চারিদিক লাল আলোয় আলোকিত। আকাশে তখন ভেসে বেড়াচ্ছে একখন্ড মেঘ,
নীল ,
মেঘের পাঁজরে তখন সৃষ্টি হচ্ছে নব্য,
নতুন পৃথিবীর নতুন মানবের ,
আলোকিত মেঘের কাব্য।