আমার মনটাও প্রকৃতির সাথে একাত্বতা ঘোষনা করে প্রাণহীন হতে চাচ্ছে। মনের মাঝে উকি দিয়ে আহবান জানাচ্ছে অতীতের কিছু স্বরনীয় স্মৃতি । কিছু প্রানোচ্ছোল আবেগের বর্শবর্তী হয়ে ব্লগে বসলাম । মন চাচ্ছে তাকে কিছু লিখি যাকে অন্তরের অন্তস্থল থেকে স্মরন করার চেষ্টা করি । কিন্তু আমার এই লেখাটি কি সে পড়তে পারবে????? তোমার আর আমার দুরত্ব টা খুবই অল্প কিন্তু তোমার সাথে যোগাযোগ করার মত কোন মাধ্যম নেই আমার কাছে । অনেকে বলে তুমি সবই জানো , তুমি সবই দেখতে পাও তারপরো কি গত দুই বছরে কি আমার কথা তোমার একবারও মনে পড়ে নি???? একবারও কি আমাকে দেখতে ইচ্ছা হয় না তোমার???? কেন তুমি ঐ জগত টাকে বেছে নিলে যে জগতে তোমার সাথে কথা বলার কোন মাধ্যম নেই???? তোমাকে খুবই MISS করছি ।
আজকে এই বসন্তের প্রথম দিনে ও আসন্ন ভালোবাসা দিবস উপলক্ষে হিমালয় এর সব্বোর্চ্চ তুষার স্নিগ্ধ শীতলতা নয়, অতল গহ্বরের প্রানহীন নিরবতা নয়, মরু অন্চলের উষ্ণ বাতাসের তিক্ততা নয়, তোমাকে জানাচ্ছি আমার মনের অন্তস্থল নিংড়ানো অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা ।
এবং সকল ব্লগার বন্ধুদের প্রতি রইল বসন্তের বাসন্তী শুভেচ্ছা ও অগ্রীম ভালোবাসা দিবসের শুভেচ্ছা । । । ।