ক্ষমা
সেলিম মাহমুদ
ক্ষমা করো বন্ধু,
মোর শত অপরাধ!
তুমি তো জন্মেছ শুধু ক্ষমা করিতে ,
আর ভালবাসিতে আমায়।
আজি দিন শেষে গভীর নিশিথে,
জাগিছে তোমার ঘৃনা মিশ্রিত দৃষ্টি
পরতে পরতে।
আমি মেনেছি আমার পাত্র
সে অযোগ্য, রাখিতে তোমার
মনি-মানিক্য তুল্য সম্পদ ।
কৃতিত্ব দাবী করতে লজ্জা হয়
যাহা রাখিতে পারিনা যত্নে তাহার!
কিন্তু ; এতদিন কোথা ছিল তাহা?
কেন গহীনে?
পুন্জিভূত মেঘের মত সে ভালবাসা!
কখনও সে ঝরিয়েছে অবিরাম ধারা;
আর এক্ষনে গুমোট কালো মেঘ
ছেয়ে আছে সারা মন।
আবারও ক্ষমা করো বন্ধু ,
তোমার প্রেম ?
সে তো দিঘীর কাঁচ সম টলটলে জল
যাহাতে আমি দেখেছি আপনাকে,
পূর্ণাঙ্গ করে।
আর সাধ হয় শুধু সাঁতার কাটিতে
সে জলে,
আনিতে চাহিনা ঘরে
কলসে ভরে
পাছে শেষ হয় সে ভয়ে!