আজ জানা অজানার কোন উত্তর -দক্ষিন ছিলো না,
আলোর দূর্বল বিম্ব গুলোও শত্রু করেছে
কয়েকবর্ষী বিদেশী পাম গাছের পাতা ।
কোয়াশার সামিয়ানায় মোদিত চাঁদের আসর
সদ্য জন্মানো ভেজা ছবির মতো
ঝুলে থাকে পাচিলহীন সীমানায়।
ক্ষনে ক্ষনে অস্তিত্বের বরফ গালায় তোমার ঠোঁট
শাম্পান আঙিনার নাগরীক পানশালায়।
তৃষ্ণা মেটানো বরফের শীতলতা যে ঠোঁটে গড়ালো
তার উষ্ণতা বরারর আমার অস্তিত্বের প্রার্থনা -
ও রাতের নগর ঘুমিয়ো না !
আমাকে শীতলতার ভাজে দাও অসংখ্য উষ্ণতা ।