বাংগালী জাতির পরিচয় কি -এ বিষয়ে একটু আলোকপাত করাই এ লেখার উদ্দেশ্য। প্রথমত: এখানে ২ টা মতামত বিদ্যমান। প্রথম দল মনে করে যে, এটা প্রথমে বাংগালী, এরপর আসে ধর্মীয় পরিচয়। কেননা, মানুষ জন্মগ্রহন করে যখন, তখন তার ধর্ম থাকে না। দ্বিতীয় দল মনে করে, তারা প্রথমে মুসলিম, তারপর তারা বাংগালী।
এ বিষয়ে একটা যৌক্তিক বিশ্লেষন করা অতি জরুরী। নিজস্ব পরিচয়হীনতাকে বিশ্বের সকল সমাজে অনৈতিকতা হিসেবে বিবেচিত হয়। একে বলা হয় জারজতা। (ইংরেজীতে বাসটার্ড)।
আরেকটা বিষয়, মানুষ যদি তার পূর্ব-পুরুষ এবং তার পিতৃ-পরিচয় না জানে, তার দেশের সঠিক ইতিহাস না জানে, সে কোনো দিন, কোনো ভাবেই উন্নতি লাভ করতে পারবে না।
রবীন্দ্র পূর্ববর্তী বাংলা সম্পর্কে জানা একান্ত জরুরী।
বাংগালী জাতিকে কেনো দমিয়ে রাখতে চেয়েছে বিভিন্ন শাসক জাতী। কেনো?
বাংগালী জাতির যে গর্ব আছে, বিঙানের ক্ষেত্রে - তা কেনো লুকানো হয়?
পৃথিবীতে একমাত্র জাতীকে বলা হয় মাতৃভাষায় আল -কোরআন না পরতে, কেনো? কি তার উদ্দেশ্য?
বাংলাদেশের অর্থনীতি একটু চাংগা হতে গেলেই বিরোধী দল সক্রীয় হয়ে উঠে?
বাংগালীদের গান, নাচ - সংস্কৃতি চর্চা করতে গেলেই বলা হয় ধর্ম গেল গেল বলা হয়? এটা কি একটা সুক্ষ ষড়যন্ত্র? আরবরা ধুমসে নাচ, গান করে, বেলী নাচ নাচলে ধর্ম থাকে, আর আমাদের বেলায়.. ।
আপনাদের মতামত চাই।