অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন
ইন্টারনেটের সুবিধা থাকায় আজ দীর্ঘ দিনের একটি স্বপ্ন বাস্তবায়িত হলো কিছু আধুনিক মনা লোকের জন্যে। আমরা রাশিয়ার সকল বাংলাদেশীদের পক্ষ থেকে তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানাই।
২০০০ সালে রাশিয়া থেকে Bangladesh Students Association সারা বিশ্বব্যাপী ওয়েব সাইট করা হয় যা কিনা সকল দেশের সকল শিক্ষিত বাংলাদেশী ছেলে-মেয়েরা পড়াশুনা বিষয়ে একে অন্যকে সাহায্য করেছে। আজ এ সংগঠনের ৬৫০০ জনের বেশী সদস্য রয়েছে। http://thebsa.narod.ru/
আসলে এ রকম উদ্যোগ খুব কমই দেখা যায় আজকাল। বাংলাদেশের বাইরে বসবাসরত মানুষ বুঝতে পারে আসলে বাংলাদেশের জীবনযাত্রা কত দুর্বিষহ। এই বোঝা থেকেই জন্ম নেয় কিছু একটা করার।
বাংগালী- বাংগালীত্ব - এটা বুঝতে হলে ফিরে যেতে হয় ইতিহাসের পাতায়। ভাষাভিত্তিক একটা জাতি। বাংলার জাগরনে যারা মুখ্য ভুমিকা পালন করেছেন, (বিদ্যাসাগর, ыыакефвуккккস্বামী বিবেকানন্দ, ঠাকুর পরিবার, সতেন্দ্রনাথ, বিভূতিভুষন, শ্রী অরবিন্দ । আরও অনেকে।) সবারই লক্ষ্য বাংগালীর বাংগালীত্বকে রক্ষা করা, এবং তার পরিপূর্ণতা আসে সত্যিকার অর্থে ১৯৭১ সালে। এরপর বয়ে গেলো অনেক বছর, কিন্তু সাধারণ বাংগালীর স্বপ্ন রয়ে গেল অ-বাস্তব, অ-পরিপূর্ণ। মানুষ তার দর্শনের তোয়াক্কা না করে বেরিয়ে পড়ল সাগর পারের অজানা দেশে। পুরোনো বাংলায় 'বিভূয়ে'। পর বোলে কথা বলা, বাংলা আচার ব্যবহার, বাংগালী উৎসব পালন না করতে পারার ক্ষোভ মনে দানা বেধে যায়
যার ফলে গড়ে উঠে প্রবাসী সংগঠন বিভিন্ন দেশে। আমেরিকায় রয়েছে এমনই একটি সংগঠন।
বিদেশে থেকে রাশিয়াতেও এমন বাংলাদেশীরা গড়ে তুলেছে বাংলাদেশ সংস্কতি, বিজ্ঞান ও তথ্য কেন্দ্র , যা কিনা রাশিয়ার সকল শহরে অবস্হিত সকল বাংলাদেশীদের একত্রীকরণ করেছে। যা কিনা ব্যবসায়ীদের, ছাত্র-ছাত্রীদের, গবেষকদের অনেক সুফল বয়ে এনেছে। এ সংস্হাটি রুশ সরকার অনুমোদিত একমাত্র বাংলাদেশী সংগঠন আন্তর্জাতিক অধিকার সম্পন্ন। এ সংস্হার রয়েছে বাংলা পাঠাগার, সাহিত্য চক্র, মেমোরিয়াল। বাংলাদেশের ভাবমূর্তির উন্নয়ন করাই আমাদের মূল লক্ষ্য। এতে করে বাংলাদেশের অর্থনীতি, বিজ্ঞান চর্চা, গবেষনা, সংগীতের ক্ষেত্রে উন্নতি লাভ করবে করে আশা করে।
আমরা রাশিয়া থেকে মনে করি যে, সর্ব ইউরোপিয়ান বাংলাদেশ সংগঠন বাংলাদেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে- এ কামনা করে রাশিয়া থেকে সকল কর্মীদের ও সর্ব ইউরোপিয়ান বাংলাদেশ সংগঠনের উদ্যোগতাদের সাফল্য কামনা করছি।
- জাহিদ আহমেদ। সেইন্ট পিটার্সবার্গ, রাশিয়া।
বাংলাদেশ সংস্কতি, বিজ্ঞান ও তথ্য কেন্দ্র
০০৭-৯০৪-৫৫০৩০৬০।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১২ রাত ৩:৩২