দেখুন তো কেমন লাগে, আপনি যদি উঠেন এই রাশিয়ান পার্কে:
Click This Link
আমরা সেইন্ট পিটার্সবার্গে নামাজ পড়ি দক্ষিন-দক্ষিন-পূর্ব দিকে।
আমাদের নামাজের সময়সূচি: ( জুলাই মাস)
ফজর: রাত ২টা ১২ মিনিট।
সূর্য উদয়: ০৪:০২ মিনিট
যোহর: ১৩:০৫ মিনিট
আছর: ১৭:৪০ মিনিট
মাগরিব: ২২:০৭ মিনিট
এশা: ২৩:৪৬ মিনিট।
রোজা রাখলে কেমন লাগে ? সেহরি ভোর ৪টা। ইফতার ২২:০৭। রমজান মাসে মাগরিব হবে রাত ১টায়/ কারণ এখানে সূর্য প্রায় ডোবে না। ভোর রাত ৩টায়।
এখানে আজান দেয় না। ইদ হয় না। ইদের ছুটি নাই। এখানে কেউ গাড়ির হর্ণ দেয় না। আমি গত ১৫ বছরে হর্ণ শুনিনি। তবে আমার ছেলে একবার হর্ণ দিয়েছে।
এখন গরমকাল। খুব গরম। আজকের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। গরমে জান বের হওয়ার জোগাড়।
এটা সেইন্ট পিটার্সবার্গের খবর।
রাশিয়াতে কোনোদিন হরতাল হয় নাই।
আশা করি মজা পেলেন কিন্চিৎ।
http://youtu.be/K3QZO2QtL0U
আমার শহরের কিছু ফটো শেয়ার করলাম:
Click This Link
ভিডিও: Click This Link
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১২ রাত ৩:০৮