২৮টি স্কুলের ছেলে-মেয়েরা বাংলা, চিন ও আরবি ভাষায় তাদের নাম লিখে নেন। তা ছাড়াও বিভিন্ন দেশের গান শোনার ব্যবস্থা ছিল হেডফনে। আনুস্থানে আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি - বাংলা ও রুশ ভাষায় গাওয়া হয় এবং সবাই দাড়িয়ে সম্মান প্রদর্শন করেন ১৯৫২ সালের শহীদদের ঊদ্দেশ্যে।
অনুষ্ঠানে বাংলাদেশ কেন্দ্রের নতুন পরিচালক জনাব ইস্কান্দর সরদার রুশ ভাষায় দেয়াল পত্রিকা ঊদ্ভোদন করেন যেখানে ১৯৫২ সালের ইতিহাস, শহিদ মিনারের ছবি রয়েছে। (ছবি
বাংলাদেশ কেন্দ্র ঊপ্সহিত সবাইকে জানায় বাংলাদেশে কিভাবে এ দিবস ঊদযাপ্ন করে, বই মেলার কথাও ঊল্লেখ করেন ডঃ সালাহ ঊদ্দিন সেজাদ, বাংলাদেশ কেন্দ্রের স হ পরিচালক।
অনুথানে স্লাঈড শো দেখানো হয়েছে মোট ১২টি দেশ। ওমর খঈয়াম, রবিন্দ্রনাথ, ঈয়েতস, পুস্কিন, পোল্যান্ডের কবি মুস্কেভিচ, নিজামির কবিতা পড়েন যার যার দেশের কবিতা রুশ অনুবাদ সহ।
বাংলাদেশ কেন্দ্র রুশ সরকারের কাছে শহীদ মিনার স্থাপনের আবেদন জানায় এ অনুষ্ঠানে।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:১৫