কেন এই অবস্থা? এখানকার লেখাপড়ার মান অনেক ভালো, পৃথিবীর যে কোন উন্নত দেশের সাথে তুলনা করলে।
আমার দেশের ছেলেরা লেখাপড়া না করে নাইট ক্লাবে ঘুরলে, ইত্যাদি... রাশিয়ার লেখাপড়ার মান নিয়ে আমার দেশে সমালোচনার ঝড় বয়। তা আমি দেশে থাকতেই জানতাম, আর এখন তো এ বিষয়ে আমি সিদ্ধহস্ত।
আমার পরিবার প্রথম দিকে লজ্জা পেতো বলতে যে, ছেলে রাশিয়াতে পড়ে। আমি এখানে এসে ব্যচেলার, মাষ্টার্স, পি. এইচ.ডি. করে অল্প কিছুই বুঝতে পারি যে আমার প্রানপ্রিয় সোদা মাটির গন্ধে ভরা ধন্যে ভরা দেশটার কি অবস্থা!
দেশের জন্য কাজ করি, পরদেশে থেকে। বিশ্বাস করুন আর না করুন, এখানেও ওরা বাধা দেয়।
কিন্তু, জন্মভুমি আমার- তোমাকে কাঁদতে দেব না।
।আমরা এগিয়ে যাব।
তাই আমার কিছু ক্ষুদ্র প্রচেষ্টা, দয়া করে দেখুন:
wwww.thebsa.narod.ru
http://www.banglarussia.narod.ru
বিশেষ করে: http://www.zambg.narod.ru/politics.html
ধন্যবাদ পড়ার জন্যে
চলবে। . .
ছবিটা আমাদের রামপুরার টিভি টাওয়ার। শীতের রাতে তোলা ছবি। এলাকার নাম পেত্রোগ্রাদ। পুরান ঢাকা আর কি! নেভা নদীর তীরে। কঠি্ন ঠান্ডা ভাই! চোখের জল জমে যায়।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:০৭