শোন খুকি
আজ রাতে ঝুম ঝুম বৃষ্টি মাথায় নিয়ে তোর কাছে আসবো ভিখারী হয়ে, ভিক্ষা চাইবো একটু ভালোবাসা।
সত্যি বলছি আর কিছু চাইবো না। তবে যদি পারিস একটু আদর করিস দুচোখ বন্ধ করে। তোর আদরে আদরে হারাতে চাই সীমানার ঐ আড়ালে।
ও হ্যা
ভিখারী বলে তোকে কিছু দিবোনা তা কিন্তু নয়। তোর জন্য নিয়ে আসবো ছোট পাখির ছানার মত নরম তুলতুলে ভালোবাসা।
বল নিবি তো??
ভালোবাসাটুকু আলতো করে ধরে বুকের খাঁচায় ভরে রাখবি কিন্ত। পারলে যত্ন করে বড় করবি কেমন?
একটা অনুরোধ করবো রাখবি?
আমি যখন তোর কাছে আসবো তখন তোর চুল গুলো যেন ছাড়া থাকে। তোর ঐ কালো চুলের ঘুর্ণিপাকে আমি হারাতে চাই একবার, লুকোচুরি খেলতে চাই বার বার। তোর চুলের গন্ধে আঁকতে চাই মন আকাশের নীল আভাটুকু। তুই কিন্তু ভুলেও চুলে খোপা করবি না, গাঁথবিনা খোপায় কোন গোলাপ কিংবা খোপায় জরাবিনা বেলী ফুলের মালা। কেননা তাহলে তোর রূপে লজ্জা পেয়ে মন্দির থেকে পালিয়ে যাবে মা দেবি। আমিও পাগল হয়ে যাবো তোর সেই রূপের কাছে। আর ফুলের গন্ধে পাগলামিটা বেড়েই যাবে অবিরাম।
আমি চাইনা আমার সেই পাগলামির ঝড়ে তুই স্তব্ধ হয়ে যাস। আমি তোর মুখটা কখনো মলিন দেখতে চাই না। আমি দেখতে চাই তোর চোখে এক টুকরো সুখের মৃদু হাসি।
কারণ, আমি যে তোকে ভালোবাসি
বড্ড ভালোবাসি ।।