এইতো আছি ভালো, ভাবনাগুলো এখন আর খাঁচায় বন্ধি পাখির মত ছটফট করে না কারো জন্য। এবেলা বৈকি ওবেলা কোন বেলাতেই আর কারো জন্য বিভোর হয়না ভাবনাগুলো । দিনের প্রথম প্রহরে নেই, কারো কাছে শুভ সকাল শোনার অপেক্ষা। বলারও নেই কাউকে।
এইতো আছি ভালো।
কারো বলার অপেক্ষায় সকালের নাস্তার টেবিলে বসে থাকা হয় না দু দণ্ড। একবারের জন্য কাউকে বলতেও ইচ্ছে করেনা নাস্তা করাবা কখন?
এইতো আছি ভালো
কারো বলার অপেক্ষায় কতদিন যে দুপুরের খাবারগুলো অভিমানে গাল ফুলিয়ে নষ্ট হয়ে গ্যাছে তা না হয় থাক। তবে এখন হয় না, ভুলেও না বরং এখন মনে হয় তা সবই ছিলো পাগলামী, অহেতুক পাগলামী, বড্ড বেশি পাগলামী।
এইতো আছি ভালো, বেশ ভালো ॥