বেলা বাড়ার সাথে সাথেই আস্তে আস্তে সহজ সরল আর স্নৃগ্ধতার আড়াল থেকে বেড়িয়ে আসছে প্রকৃতির অত্যাচারি রূপটা । ঠিক নির্মম থেকে আরো নির্মম, কঠোর থেকে আরো কঠোর।
গগণ টার কথা না বললেই নয়। টগবগ টগবগ করে জ্বলে উঠছে ঠিক যেন তেল ভরা কড়াইয়ের নিচে উনুন জ্বেলে রাখা হয়েছে মাস কয়েক ধরে।
ঘড়ির কাটার সাথে সাথে বেলাটাও গড়িয়ে সকাল থেকে দুপুর। নির্মমতার দাঁত বের করে খিলখিলিয়ে হেঁসে প্রকৃতির যেন তার অত্যাচারের সর্বোচ্চ রূপটাই দেখাচ্ছে। প্রকৃতির দিকে তাকালেই কেমন যেন একটা জ্বলজ্বলে ভাব তীরের মত সোজা এসে আঘাত করছে নয়ণপানে।
প্রকৃতির এই নির্মম অত্যাচার থেকে রক্ষা মেলেনি কারও। মানুষ, প্রাণী, বৃক্ষ সকলের প্রান যেন আজ উষ্ঠাগত। ঘামে ভেজা মানুষগুলো যেন বাদী পক্ষের উকিলের মত একের পর এক অভিযোগ ছুড়ে দিচ্ছে প্রকৃতির দিকে। কেউ কেউ আবার প্রকৃতির কাছে জরোসরো হয়ে কোমল কন্ঠে ভিক্ষা চাইছে একটু শান্তির আমেষ। প্রণীগুলো সব এদিক থেকে ও দিক ছুটে দৌড়াচ্ছে ঠাণ্ডা নামের একটু অমৃত সুধা প্রান করার জন্য। আর বৃক্ষগুলো সৃষ্টির নির্মম নিয়মের কষাঘাতে নিরবে নিবৃতে দাড়িয়ে সহ্য করছে প্রকৃতির সকল অত্যাচার। কারো কাছে কোন অভিযোগ নেই, নেই কোন অভিমানও । শুধু পাতাগুলো এলিয়ে দিয়ে যেন বলতে চাচ্ছে একটু শান্তি চাই, একটু শান্তি চাই।
জীব জগৎ কে এই কঠোর শাস্তি দিয়ে প্রকৃতি যেন তার পরিচয় দিয়ে বলছে,
আমি প্রকৃতি, আমি নির্মম প্রকৃতি।।