আজ সন্ধায় ,
ঝড়ের ঝাঁপটা বাতাসে চুল উঁড়িয়ে দিয়ে-
কেন যেন মনে হল -
তুমি আমায় নিমগ্ন দৃষ্টিতে
প্রান ভরে গ্রহন করছ ।
বৃষ্টির প্রতিটি ফোঁটা যখন
আলতো করে,
আমার ললাটে- চিবুকে- ছড়িয়ে পরছিল -
মনে হচ্ছিল এ যেন তোমারই নিবির স্পর্শ ।
তোমার উদ্মাম করা ভালোবাসায় এ বুকের ভিতরে
যেমনি করে প্রলংকারী ঝড় ওঠে -
ঠিক তেমনি যেন এক বিশাল ঝড়
পৃথিবীটাকেও প্রচন্ড উম্মাদনায় ভরিয়ে তুলেছিল।
ঝড়ের পরে তোমার স্মৃতিতে- তোমার কথায়-
দুচোখে যেমনি করে অঝরে বারি ঝরে ,
ঠিক তেমনি করে ,আজ ঐ আকাশটাও-
অঝরে কেঁদেছে -
আমার মাঝে তোমার আসা-যওয়া-
অনেকটা, কালবৈশাখির আকাশের মতই ,
কখন যে তোমার আবির্ভাব ঘটে ,
তা নিজেও বুঝতে পারি না !
তারপর ,
উথাল-পাথাল করে দেয় আমার এই সমস্ত পৃথিবী
তুমি যেন বসত কর আমার মাঝেই!
আমার হাঁসিতে- আমার কষ্টে-
আমার সকল কাজের মাঝেই !
আজ বহু প্রতীক্ষার পর
আমার ভিতর-বাহিরময় -
তোলপার করে উঠেছিল এ ঝড় !
বিজুলির চিৎকার আকাশের কান্না-
হয়তোবা আর কেউই দেখবে না ,
হয়তোবা সবই একসময় মিশে যাবে
রাতের আঁধারে, সাড়া দিবে এক মষ্ত নিস্তব্ধ অর্ব্যথনায় !
তবুও আমি প্রতিটি রাতেই- অপেক্ষাতে থাকব
এমনি আবারও এক ঝড়ের আশা্য়-
যদি তুমি ফিরে আস আবারও
এমনি করে , ঝড়ের রূপ ধরে !!
তোমার আলতো একটু স্পর্শে-
নিজেকে ধন্য করার প্রয়াশে।
অপেক্ষাতে থাকব ,
বাতাসের আলিঙ্গনে- আবারো
তোমার অনুভবে জড়িয়ে -
তোমায় আরও একটিবার আদম্য আকর্ষনে-
আপন করে পাওয়ার আশায় !!
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১১ রাত ৮:০৮