১.নেভিগেশনাল সার্চ
২. ইনফরমেশনাল সার্চ
৩.কমার্শিয়াল সার্চ
৪.ট্রানজাকশনাল সার্চ
নেভিগেশনাল সার্চ: যখন কোন ইউজার সরাসরি কোন নির্দিষ্ট সাইট ব্রাউজ করতে চায় কিন্তু সেই ওয়েব সাইটের url সঠিকভাবে জানা না থাকায় সার্চইন্জিনের সাহায্য নিয়ে সার্চ করে তথন এই ধরনের সার্চকে নেভিগেশনাল সার্চ বলে ।
ইনফরমেশনাল সার্চ:এ ধরনের সার্চের গন্ডি থাকে ব্যপক। এর মধ্যে আবহাওয়ার খোজখবর,কোন ম্যাপ বা নির্দেশনা, কোন মুভি থেকে শুরু করে মিলিটারি ইনফরমেষন সব ধরনের তথ্যের খোজখবর এর জন্য যে সার্চ অপারেশন চালিত হয় তার সবই এই ইনফর্মেশনাল সার্চের অন্তর্ভূক্ত । অর্থাত সার্চকারী কোন কমার্শিয়াল উদ্দেশ্য পূরন কিংবা আথিক লেনদেন সংশ্লিষ্ট প্রয়োজনে এই ধরনের সার্চ করেনা। এজন্য এই ধরনের সার্চের রেজাল্টে কেবল ক্লিক এবং তথ্য পঠন ছাড়া আর কোন অপারেশন সংগঠিত হয়না । এই সার্চের উদ্দেশ্যই থাকে কেবল বিশুদ্ধভাবে তথ্য আহরন করা ।
কমার্শিয়াল সার্চ: এই ধরনের সার্চ সংগঠিত হয় কোন না কোন বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে । অনেকটা B2B কিওয়ার্ডের মতো ।এসমস্ত সকল সার্চের রেজাল্টে যে আর্থিক লেনদেন বা পণ্য বিনিময় ঘটবে তা নিশ্চিত নয় । এমন কি কোন কোন ক্ষেত্রে এই ধরনের সার্চে কেবল তথ্য পঠন ছাড়া আর কোন ইন্টাএ্যকশন নাও ঘটতে পারে ।তবুও এদের সাথে কোন না কোন বাণিজ্যিক উদ্দেশ্য জড়িত থাকে বিধায় এগুলোকে কমাশিয়াল সার্চ হিসেবে অভিহিত করা হয় ।
ট্রানজাকশনাল সার্চ:এ ধরনের সার্চে যে কেবল আর্থিক লেনদেন হবে এমন কোন বাধ্যবাধকতা নাই ।অনলাইনে যে কোন ধরনের লোকাল বিজনেস বা টাস্ক সম্পাদন করার জন্য সংগঠিত যে কোন সার্চ কে ট্রানজেকশনাল সার্চ বলে।
(ভুল ত্রুটি হলে ক্ষমাপ্রাথী,)