শিহরণ জাগানো এই কথাগুলো ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম আত্মহুতি দেয়া নারী প্রীতিলতা ওয়াদ্দেদার। তিনি এক চিঠিতে তার মাকে লিখেছিলেন।প্রীতিলতাই একজন বাঙালী, যিনি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা ও প্রথম বিপ্লবী মহিলা শহীদ ব্যক্তিত্ব। একজন ইডেন কলেজের সাবেক কৃতি ছাত্রী।
কাজেই ইতিহাস বলে বাংলাদেশের অন্যতম প্রাচীন কলেজটি ১৮৭৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই অসংখ্য রথী-মহারথীর জন্ম দিয়ে গেছে। যুগে যুগে যেসব মহিয়সী নারী এ সমাজের অন্যায়-অবিচার-বৈষম্য আর অত্যাচারিতদের পক্ষে মানবতা-মুক্তির জয়গান গেয়ে গেছেন তাদের মধ্যে সামনের কাতারে সবসময় ছিলেন ঐতিহ্যবাহী এ কলেজটির শিক্ষার্থীরা। শিক্ষা-রাজনীতি-অর্থনীতি-প্রশাসন থেকে শুরু করে দেশের শীর্ষস্থানীয় পদগুলো সবসময় অলংকৃত করেছেন ইডেন কলেজের শিক্ষার্থীরা। বর্তমানে দেশের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও এ বিদ্যাপীঠে অধ্যয়ন করেছেন। শুধু তাই নয়, প্রত্যেক সরকার গঠনের সময় মন্ত্রীসভায় গুরুত্বপূর্ণ পদগুলো আলোকিত করে থাকেন ইডেন কলেজের শিক্ষার্থীরা।
আমাদের বিশ্বাস লাখো শিক্ষার্থীর প্রাণের দাবি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের দাবি চলমান আন্দোলন সংগ্রামেও বাংলাদেশের গৌরবের অংশ ইডেন কলেজের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নিবেন, কথা বলবেন লাখো শিক্ষার্থীর হয়ে। বৈষম্যের শিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ বঞ্চনার বিরুদ্ধে কথা বলবেন কাঁধে কাঁধ মিলিয়ে। অনলাইনে লাইক কিংবা কমেন্ট করে নয়, বরং সময় এসেছে রাজপথে নেমে যৌক্তিক এ দাবির পক্ষে শান্তিপূর্ণ মানবপ্রাচীরে অংশ নেয়ার। ৬/৭ বছর ধরে শিক্ষাজীবন শেষ করার পর সমাবর্তনের প্রাপ্য সম্মানটুকু চাওয়া একেবারেই অযৌক্তিক নয় বৈকি। কাজেই সমাবর্তন আমাদের দাবি নয়, অধিকার।
আমার আহ্বান সবার কাছে পৌঁছাবে না জানি, অনেকেই লাইক দিয়ে এড়িয়ে যাবে জানি। অনেকেই বলবে কিচ্ছু হবে না। দ্বিধা-সংশয় আর ধোঁয়াশায় থেকে অনেকেই হতাশ হবেন। কিন্তু বিশ্বাস করুন কারো না কারো হাত ধরে একদিন সব বদলে যায়, বদলে দিতে হয়। সময় এসেছে আজ হাতে হাত ধরে লাখো শিক্ষার্থীর হয়ে কথা বলার।
অনেকেই বলছেন আমাদের প্রতিষ্ঠান থেকে কে আসছেন? কেউ কি আছেন? তাদের বলি- আচ্ছা কেউ না আসলে কি আপনি আসবেন না? আপনার কি ইচ্ছা করে না কালো গাউন পড়ে, টুপিটাকে আকাশে ছুঁড়ে দিতে? আমি জানি আপনার উত্তর হ্যাঁ খুব ইচ্ছে করে কালো গাউনটা পড়তে, অন্তত নিজ ঘরে ফেমবন্দী করতে খুব ইচ্ছে করে। কাজেই কারো অপেক্ষা না করে আশে পাশের বন্ধুকে নিয়ে চলে আসুন। আপনার ছোট্ট ছোট্ট পদক্ষেপেই রচিত হবে আমাদের বিজয় গাঁথা। এরপরও আসুন আর নাইবা আসুন আমি চাই দেখা হোক বিজয়ে।
ভলেন্টিয়ার হতে চাইলে :
আগামী ১০ ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাবর্তনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আহুত মানববন্ধনে যারা সেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহী আগ্রহীরা ৪ ফেব্রুয়ারি, বুধবার বিকাল ৩ টায় সরাসরি চলে আসুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে (কলাভবন)। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে যেকোন কলেজের শিক্ষার্থী আসতে পারবেন, কোন ধরণের বিধি-নিষেধ বা বাধ্যবাধকতা নেই। আপনাদের স্বাগত জানাতে প্রস্তুত আছি আমরা।
বি:দ্র: জাতীয় বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের দাবিতে ১০ ফেব্রুয়ারি সকাল ১০ টায় (পরিস্থিতি বিবেচনায় তারিখ পরিবর্তন হতে পারে) জাতীয় প্রেসক্লাবের সামনে একটা মানববন্ধন কর্মসুচী আহ্বান করা হয়েছে। ঢাকার বাইরের কলেজগুলোতেও নিজ নিজ ক্যাম্পাসে শান্তিপূর্ণ মানববন্ধন আয়োজন করা হচ্ছে।
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুেক খোলা ইভেন্টটিতে গোয়িং দিয়েছেন ইতোমধ্যে ১০ হাজার জন শিক্ষার্থী। আপনি আসছেনতো?
ইভেন্ট : আমরা সমাবর্তন চাই - জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ