'অনন্ত',
বিশ্বাস কর এই মিথ্যে কথার শহরে ভুল রঙের ফুল হয়ে আমি আর বাঁচতে চাই না; তারচেয়ে বরং বুঁনোফুলের পাপড়ি হয়ে ঝরে যাওয়া অনেক আনন্দের।।
খুব কি বেশী কিছু চেয়েছিলাম আমি 'অনন্ত'...??
শুধু চেয়েছিলাম একটুখানি নিশ্চয়তা, মানসিক নির্ভরতা আর এক ফোঁটা ভালবাসা।।
বিশ্বাস কর শুধু এইটুকু পাওয়ার জন্য আমি পুরো পৃথিবীর সাথে লড়তে রাজি ছিলাম; তথাপি কেউ সাহস করে হাতটা ধরলো না।।
'অনন্ত' জানো, আজকাল ঘুমের ঘোরে প্রায়শই শুনতে পাই কেউ যেন আমায় ডাকছে, খুব নিবিড় করে আমায় কাছে ডাকছে। খুব ছটফট লাগে তখন, সবকিছু শূন্য মনে হয় তখন; আকাশ-বাতাস ছাপিয়ে দিগ্বিদিক কোথাও ছুঁটে যেতে মন চায়।।
'অনন্ত' শুনতে পাচ্ছ তুমি...??
অহ্, তবে কি শুধু এই দিনটার জন্যই আজন্ম অপেক্ষা ছিল আমার!! এই নাম না জানা খেয়ালী মুহূর্তের নেশায় ই কি তবে বুঁদ হয়ে ছিলাম এতটা কাল...??