সেদিন নৈঃশব্দের কাছে কান পেতে শুনেছিলাম,
ওই বোকা চাঁদটার মতই একা আমি;
কখনো কোনকালেই নাকি আমার কেউ ছিল না।
যা ছিল তা শুধুই সাময়িক অস্থিরতা অথবা প্রতারণার ফাঁদ;
যেটা সময় ফুরোবার আগে কিছুই বুঝতে পারি নাই আমি।।
তাইতো আজো একাকীত্বের কষ্ট বুকে নিয়ে
দীর্ঘশ্বাসের দীর্ঘপথে একাই হাঁটি আমি।।