১. “Enemy at the Gates” এটি সর্বোত্তম Sniper মুভি। মুভিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর নির্মিত। Jude Law (Vassili Zaitsev)সময় পরিক্রমায় এক টগবগে যুবক যোগ দেয় সোভিয়েত নেভিতে একজন সাধারণ ক্লার্ক হিসেবে। কিন্তু তার হাতের নিশানা তাকে নতুন ভাবে উপস্থাপন করে মানুষের মাঝে। ভেসেলি হয়ে উঠেন সকলের আদর্শ। ১০৪৭ রাইফেল রেজিমেন্টের এই সেই ছেলে যে এর মধ্যে ৩৮ জন কে এম্বুস করে মেরে ফেলেছে। তার এই যোগ্যতাকে কাজে লাগিয়ে প্রতিদিন দৈনিকে প্রথম কলামে ছাপা হত তার সাফল্য গাধা যা সোভিয়েত সৈন্যদের নতুন ভাবে উৎসাহ যোগাতে থাকে। জার্মানের স্নাইপার ট্রেনার Ed Harris(Major König) এই চ্যালেঞ্জ মোকাবেলায় অংশ গ্রহণ করে। মুভিটিতে দুজনের যে খেলা খেলছে তা তাদের সাথে দশর্কেরও অংশ গ্রহণ পরিচালকের মুন্সিয়ানার পরিচয় দিয়েছে। মুভিটি একটি শক্তিশালী Sniper লড়াই এবং তীক্ষন বুদ্ধি সম্পন্ন ও একে অন্যকে কিভাবে খুঁজিয়া বাহির করে তা উপভোগ করার মত।
২. Sniper (1993) মুভিতে টমাস বেকেট একজন মার্কিন মেরিন সেনা হিসাবে পানামা জঙ্গল কাজ করে. তার দায়িত্ব হচ্ছে বিদ্রোহীদের খুঁজে বের করা এবং সরিয়ে ফেলা স্নাইপার দক্ষতা ব্যবহার করে। পানামা জঙ্গল এবং স্নাইপারের চমৎকার মিশ্রন উপভোগ করার মত। মুভিটিতে অভিনয় করেছেন Tom Berenger এবং Billy Zane।
৩. Colin Farrell (Stu Shepard) অভিনিত সেরা স্নাইপার মুভি “Phone Booth”। মুভিটিতে রয়েছে একশন, সাসপেন্স, এবং ড্রামা। Colin Farrell yuppie(Young Urban Professional) চরিত্রে অভিনয় করেছেন। পাবলিক ফোন বুথে স্নাইপের নিকট আটক পড়ে এবং স্নাইপার তাকে বাধ্য করে তার অতীত পাপের ঘটনাবলী স্মরণ করতে। দর্শকদের মুভিটে দেখতে ভাল লাগবে। এই মুভিটির হিন্দি (কপি+পেষ্ট) Knock Out (2010)।
৪. মার্ক ওয়ালবার্গ (Mark Walberg)অভিনিত Shooter(2007)। মার্ক ওয়ালবার্গ অবসরপ্রাপ্ত Sniper তাকে দায়িত্ব দেওয়া হয় প্রেসিডেন্টকে হত্যার হাত থেকে রক্ষা করার জন্য ।কিন্তু চক্রান্তক্রমে প্রেসিডেন্টের হত্যার অভিযোগ তার মাথায় এসে পড়ে। মার্ক ওয়ালবার্গ কি প্রকৃত খুনীকে খুজে বের করতে পারবে তাহলে আপনাদের দেখতে হবে Shooter(2007)। সালমান খান অভিনিত Tumko Na Bhool Paayenge (2002) মুভির সাথে এর যথেষ্ট মিল রয়েছে এই মুভিতে সালমান সুটার চ্যাম্পিয়ন থাকে। যারা Tumko Na Bhool Paayenge (2002)মুভিটাতে দেখেছেন তারা বলতে পারবেন।
৫. “Heat” মুভিটি ১৯৯০ দশকের সেরা এ্যাকশন মুভি। ব্যাংক ডাকাতির ঘটনা নিয়ে নির্মিত হলেও মুভিটিতে বেশ ভাল কিছু স্নাইপার দৃশ্য আছে।মুভিটিতে অভিয়নয় করেছেন সেরা সেরা তারকারা আল পাচিনো, রবার্ট ডি নিরো, এবং ভেল কিলমার। ১৯৬০-এর দশকের একটি সত্য কাহিনীকে আশ্রয় করে এটি নির্মিত হয়েছে। চাক অ্যাডামসন নামে শিকাগোর এক পুলিশ কর্মকর্তা পেশাদার ডাকাত ম্যাক্কলিকে ধরতে গিয়ে বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল, মুভিটিতে একই কাহিনী।নিল ম্যাক্কলি (রবার্ট ডি নিরো) লস এঞ্জেলেসের পেশাদার ডাকাত আর লেফটেন্যান্ট ভিনসেন্ট হানা (আল পাচিনো) পেশাদার গোয়েন্দা। নিল খুব আত্মকেন্দ্রিক ও শান্ত আর ভিনসেন্ট নিজ পেশায় নিমজ্জিত। দুই মহান অভিনেতার চমৎকার অভিনয় পাওয়া যাবে “Heat” মুভিটিতে। The Godfather: Part II পর এই মুভিটিতেই তাদের আবার এক সাথে দেখা যায় ।
৬. ১৯৭৩ সালের ইউরোপীয় Sniper এর নিয়ে নির্মিত মুভি “The Day of the Jackal”। ছবিতে গুপ্তঘাতককে শৃগাল বা শিয়াল হিসাবে পরিচিতি লাভ করে। তার অভিযান হচ্ছে ফরাসি প্রেসিডেন্ট চার্লস দে গাউলি কে হত্যা করা। Charles de Gaulle ২য় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের প্রেসিডেন্ট। স্নাইপার মুভির দৃষ্টিকোণ থেকে এর প্রচুর উপস্থাপন লক্ষ্য করা যায়।
৭. Leon (Jean Reno) ইতালি থেকে আমেরিকায় আসা একজন প্রফেশনাল কিলার, সে Tony নামে একজন মাফিয়ার জন্য কাজ করে। অর্থের বিনিময়ে কন্ট্রাক্ট কিলিং এর কাজ করা Leon এর পেশা হলেও সে কিছু নীতি মেনে চলে, সে নারী এবং শিশুদের হত্যার কাজ সে গ্রহন করে না। Leon এর পাশের ফ্ল্যাটে থাকে ১২ বছরের কিশোরী Mathilda (Natalie Portman), কে সুটার হওয়ার প্রশিক্ষণ দেয় Natalie Portman এর এটি প্রথম মুভি। স্নাইপার মুভির লিস্টে তাই এটিও গ্রহণ যোগ্য। এই মুভিটি আমার ব্যক্তিগত রেটিং 9/10।
৮. ২য় বিশ্বযুদ্ধ নিয়ে নির্মিত Saving Private Ryan (1998) পরিচালক Steven Spielberg এর ইপিক মুভি। মুভিটির নামকরণে যথার্থা রয়েছে Pvt. James Francis Ryan কে রক্ষা করা নিয়ে মুভিটির মূল ঘটনাটি হলে দ্বিতীয় বিশ্বযুদের অনেক কিছু দেখিয়েছেন পরিচালন স্টীভেন স্পিলবার্গ। মুভিটির মূল চরিত্রে রয়েছেন Tom Hanks।এই মুভিটিতে ডি-ডে আক্রমনের চমৎকার চিত্রায়ন করেছেন স্টীভেন স্পিলবার্গ। মুভিটিতে স্নাইপার দৃশ্য উল্লেখ যোগ্য।বলতে গেলে মুভির প্রানই হচ্ছে স্নাইপার দৃশ্য গুলো।
৯. ব্র্যাড পিট এবং রবার্ট রেডফোর্ড অভিনয়কৃত মুভি Spy Game (2001)।মুভিটিতে অবসরপ্রাপ্ত CIA কর্মকর্তা Nathan D. Muir ভূমিকায় অভিনয় করেন Robert Redford এবং Tom Bishop ভূমিকায় অভিনয় করেন Brad Pitt। মুভিটি Action, Crime এবং Thriller ।ব্র্যাড পিটের সেরা স্নাইপার মুভি যারা ব্রাড পিটকে পছন্দ করেন তারা অবশ্যই মুভিটি দেখবেন।
১০. স্নাইপার নিয়ে উপরের সবগুলোই একশন এবারে একটু ব্যাতিক্রম ধাচের মুভি Pierce Brosnan এর The Matador (2005) একটি একশন কমেডি ধাচের মুভি। মুভিটিতে Julian Noble চরিত্রে অভিনয় করেছেন Pierce Brosnan। কমেডি যারা পছন্দ করেন তাদের জন্য মাস্ট সি।
আইএমডিবি লিংক