প্রথমেই অনেক ধন্যবাদ জানাচ্ছি ব্লগার জটিল কে তার সময় উপযোগী স্তন ক্যান্সার নিয়ে জনসচেতনতার পোষ্টটির জন্য।
সম্মানিত ব্লগারের তথ্যপূর্ন পোষ্টটির সাথে যোগ করছি কিছু কথা।
বেশ কয়েক যূগ থেকেই মেয়েদের নিজে নিজেই স্তন পরীক্ষা করার মাধ্যমে ক্যান্সার সম্পর্কে সচেতন থাকা আর সঠিক সময়ে সঠিক ব্যবস্থা গ্রহনের বিষয়টাকে গুরুত্ব দিয়ে আসা হচ্ছে। এমনকি আমাদের দেশে ও এই পদ্ধতিটি এখন জনপ্রিয়।ডাক্তার পরামর্শ দিচ্ছেন রোগীকে। পিছিয়ে নেই পেপার পত্রিকা সহ অন্যান্য মিডিয়া গুলোও।
তবে,এই বিষয়ের উপর করা সাম্প্রতিক গবেষনা জানাচ্ছে কিছু অন্যরকম তথ্য।
বলা হচ্ছে,breast self examination এর এই পদ্ধতি ক্যান্সার থেকে উত্তরনে তেমন কোন হেল্প তো করছেই না,বরং প্রকৃত অর্থে কিছুটা ক্ষতি করছে।
এই রিপোর্ট টি দেখতে পারেন এখানে,
Click This Link
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০০