জ্বলে উঠুন সততার শক্তিতে....
মোবাইল ফোন কোম্পানি "রবি" মানুষের সততা চরিত্রকে তুলে ধরে কিছু নতুন টিভি বিজ্ঞাপন প্রচার করছে ..
বর্তমানে মূল্যবোধের অবকক্ষয়ের ও দুর্নীতি পরায়নের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় বিজ্ঞাপন গুলি সত্যি প্রশংসনীয়।
কিন্তু একটি বিজ্ঞাপন চিত্রে দেখা যায় একজন দোনাকী একটি মেয়েকে হিসেবে ভুল করে ২০টাকার স্থলে ৫০০টাকা দিয়ে দেয় এবং মেয়েটি দোকানীকে সততার শক্তিতে সেটা ফেরৎ দেয়...দোকানী সাথে সাথে মেয়েটিকে বলে "করছিলাম তো আকামটা"
সততার নজিরে বিজ্ঞাপনটি প্রশংসনীয় হলেও কিন্তু একটি শব্দ চয়নের ব্যবহার মোটেও ভাল হয়নি যেমন "আকাম" শব্দটি।
এই শব্দটি হয়তো আমরা অনেকেই সাধারন খারাপ কর্মবা চরিত্র বুঝানোর অর্থে বা প্রচলিত ভাষায় ব্যবহার করলেও একটি গণপ্রচার মূলক বিজ্ঞাপনে এমন শব্দের ব্যবহার সামন্ঝস্য পূর্ন নয় অধিকন্তু একজন নারীর সাথে এমন শব্দ ব্যবহার শ্রুতিকটু ও মার্জিত নয় বলে আমার মনে হয়।
দোনাকী আসলে করেছেন ভুল কিন্তু সেটাকে একটি "আকাম" হিসেবে উপস্থাপন করাটা যৌক্তিকতা খুঁজে পাওয়া যায় না।
আমাদের দেশে এমনও অনেক শ্রেণী, পেশা ও উচ্চ শিক্ষিত ব্যক্তি বর্গ আছেন যারা এই ধরনের শব্দ বা বাক্য ব্যবহার করেন না বা পরিচিত নন এমন কি শিশুরাও কিন্তু তারাও এখন এই শব্দটি শুনছেন বা পরিচিত হচ্ছেন।
বাংলা ভাষায় আরো অনেক সমবাক্য বা শব্দ ছিল যা ব্যবহার করা যেত তাতে বিজ্ঞাপনটি আরো প্রশংসনীয় ও মার্জিত হতে পারতো।
বিজ্ঞাপনে মার্জিত শব্দ ব্যবহারে আরো সতর্কতা অবলম্বন করা উচিত।
ধন্যবাদ
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:০৪