মন্ত্রিসভায় প্রস্তাবিত অনলাইন গণমাধ্যম পরিচালনার খসড়া নীতিমালা ২০১২-কে গণতন্ত্রের মৌলিক চেতনার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক দাবি করে নীতিমালা বাতিলের দাবি জানিয়েছে বিএনপি।
আজ শনিবার দুপুরে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, এই নীতিমালার মাধ্যমে অনলাইন গণমাধ্যম সম্বন্ধে সরকারের নীতিনির্ধারকদের একটি বিপজ্জনক রকমের অজ্ঞতার প্রকাশ পেয়েছে। তিনি দাবি করেন, এই নীতিমালা তরুণ সমাজের সৃজন স্পৃহাকে ধ্বংস করবে। নীতিমালা এতটাই অস্পষ্ট যে বাস্তবে সবার প্রতি এটি সমানভাবে প্রয়োগ করা অসম্ভব।
বিএনপির এই নেতার মতে, আওয়ামী লীগের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের থামানোর জন্য এই নীতিমালা। তাই এটি হচ্ছে একটি তলোয়ার, যা যখন-তখন যার-তার গলা কাটার জন্য ব্যবহার করা হবে।
অনলাইন খসড়া নীতিমালার অসংগতি তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, খসড়া নীতিমালায় অনলাইন গণমাধ্যমকে সংজ্ঞায়িত করা হয়নি। প্রথম আলো, বিডিনিউজ২৪ ডটকম অনলাইনের ব্লগও আছে। এগুলো এ নীতিমালার মধ্যে আসবে কি না?
‘৫৪ ধারা, খুনের মামলা, তার আগে মা-মেয়েকে আটকে রেখে নির্যাতন!’ শীর্ষক গতকাল ‘প্রথম আলো’য় প্রকাশিত খবরের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, এ ঘটনা শুধু লোমহর্ষক ও মর্মস্পর্শীই নয়, সরকারের অনাচারে দেশের মানবতার চিহ্নটুকু যে মুছে গেছে, তার প্রমাণ। তিনি পুলিশের অভিযুক্ত সদস্যদের বিচার দাবি করেন।
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।
Click This Link