ভূত-প্রেত নিয়ে কিছু সত্য-বাস্তব ঘটনার আলোকে আমার এই সিরিজ লিখার প্রয়াস
দিনকে দিন আমার ভূত দেখার আগ্রহটা বেড়েই চললো। শয়নে স্বপনে শুধু আমার ভূত নিয়েই গভেষণা চলতে লাগলো। ভাগ্যদেবীর মনে হয়তো কিছুটা করুনা জাগলো। সেই কারনেই হয়তো আমার শেষ রাতে হঠাৎ করে একদিন পেশাবের খুব চাপ পেলো। সচরাচর আমার কখনো মাঝরাতে পেশাবের জন্য উঠতে হয়না।
ঘড়ির দিকে তাকালাম। প্রায় তিনটা বাজে। নাকের মাঝে হাসনাহেনার ঘ্রাণ এসে লাগলো। আমি ঘর থেকে বেড়িয়ে দেখি কি সুন্দর অদ্ভুধ জ্যোছনা। দিঘির পাড়ে চলে গেলাম। দিঘির জলে আর চাঁদের জ্যোছনা এক অদ্ভুধ লুকোচুরি খেলা চলছিলো। এক পানে এই খেলা দেখছিলাম। মাঝে মাঝে মাছের ঢুঁশ শব্দ।
একটা ব্যাঙের করুন চিৎকার কানে ভেসে আসলো। বুঝতে পারলাম কোন সাপ হয়তো তার আহার সারছে সাপটিকে ভক্ষণের মাধ্যমে। হঠাৎ করে আমার দিঘির পানে চোখ পড়লো। দেখলাম চাঁদটিকে কিছু একটা গিলে ফেলছে। অন্ধকার সেই ছায়াটা চাঁদটিকে ঢেকে দিলো। চারদিকে কিছুটা অন্ধকার ছায়া নেমে আসলো। শাঁ শাঁ করে ধমকা বাতাস বইতে লাগলো।
আমি আকাশের পানে তাকিয়ে দেখি এক খন্ড মেঘ চাঁদটিকে ঢেকে ফেলছে।
আমি দিঘির পাড় থেকে সরে আসলাম। হালকা বাতাসটা যেনো আমাকে ঘরে যেতে দিচ্ছেনা। আমি আমার পুব পাশে এসে দাঁড়ালাম। সেখান থেকে মন্দিরটা এবং গোরস্থানটা স্পষ্ট দেখা যাচ্ছে। চারদিক একটু একটু করে আলোকিত হতে চলছে। মেঘখন্ডটা তাহলে সড়ে যাচ্ছে ভেবে আমি আকাশ পানে তাকালাম। মেঘের ফাঁক দিয়ে মনে হয় চাঁদটা আমার দিকে হেসে উঠলো। কোন এক অদ্ভুদ ভালো লাগা ছড়িয়ে পরলো আমার শরীর মনের আবেশে।
হঠাৎ করে আমার দৃষ্টি নিবন্ধন হলো গোরস্থানের দিকে। কয়েকজন সাদা পোষাকদ্বারী ব্যাক্তি একটা সাদা কাপন পড়িহিত ব্যাক্তিকে ঘিরে দাঁড়িয়ে আছে। চাচীর কথা আমার মনে পড়ে গেলো। চোখে ধাঁ ধাঁ দেখছি মনে হচ্ছে। কিছুক্ষণ পর দাঁড়িয়ে দেখি সবাই লাশটাকে সামনে রেখে জানাযায় দাঁড়িয়ে পড়ছে। আমি কিছুটা ঘোরের মাঝেই ঘরের দিকে দৌড়ে গেলাম। টুপিটা হাতে নিয়ে আবার দৌড় লাগালাম.................।
কিন্তু ততক্ষণে ওরা সবাই চলে গেছে। তবুও আমি গোরস্থানের দিকে ছুটতে লাগলাম। গোরস্থানে নতুন কোন কবরই দেখতে পেলামনা। কিন্তু নাকে সদ্য ছিটানো গোলাপ জল আর আতরের ঘ্রাণ ভেসে আসছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাসায় ফিরে আসলাম।
এই গোরস্থান নিয়ে অনেক কথা ছড়িয়ে আছে। এলাকার মুরুব্বিরা অনেক আগেই গোরস্থানটি পরিত্যাক্ত ঘোষণা করেছে। আমি এইবার গোরস্থানের ব্যাপারে তথ্য সংগ্রহের অভিযানে নামলাম। অনেক অজানা ভয়াবহ তথ্যের সন্ধান পাওয়া শুরু করলাম।
(ভাল লাগলে চলবে)
ভূত নিয়ে ভূতানি (আমার ভূতবেলা) - ১