সিনেমার প্রতি ভালোবাসা থাকলে ধারনা করা যায় আপনি ইরানি সিনেমার সাথেও কম- বেশি পরিচিত। আর সেই সুবাদে আসগার ফারহাদি নামটাও আপনার শুনে থাকার কথা। সেরা বিদেশী ভাষার সিনেমার অস্কার হাতে গোনা যে কয়জন নির্মাতা একাধিকবার পেয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছেন - আসগার ফারহাদি।
গত বছর জুলাইয়ে তিনি হাজির হয়েছেন তার নবম ফিচার ফিল্ম- A Hero নিয়ে।
ইংলিশে একটা বিদ্রূপাত্মক কথা আছে, 'No good deed goes unpunished'. অন্যভাবে বলা যায়, প্রতিটা ভালো কাজের (ক্রিয়ারও) একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে।
মনে করেন, আপনি একটা ভালো কাজ করলেন। কাজটা করার পর আপনার নিজের কাছে বেশ ভালো অনুভূত হচ্ছে। আপনি ছাড়া আর কেউ এই ভালো কাজটির ব্যাপারে কিছুই জানে না। ঘটনাক্রমে একজন দুইজন করে আপনার এই ভালো কাজটা সম্পর্কে মানুষ জানতে শুরু করলো। এক পর্যায়ে আপনার এই কাজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হয়ে ভাইরাল হয়ে গেল। আপনি একজন সাধারন মানুষ থেকে রাতারাতি Hero তে পরিণত হয়ে গেলেন। খ্যাতি ছড়িয়ে পরল চারিদিকে।
কিন্তু খ্যাতির সাথে আরও একটি অবিচ্ছেদ্য কথা আছে, তাকে বলে বিড়ম্বনা। খ্যাতির বিড়ম্বনা কতোটা ভয়াবহ হতে পারে, সে বিষয়টি সম্পর্কে আমরা কতটুকু অবগত কিংবা আদৌ কি অবগত?
আমরা এমন একটা অদ্ভুত সময়ে বাস করছি যেখানে নির্বিঘ্নে ভালো বা মহৎ কিছু করারও উপায় নেই। সমাজ বিভিন্ন মতলবে আপনার কৃত কর্মটিকে জোর করে জনগনের সামনে তুলে ধরবে এবং আপনাকে এর ব্যাখ্যা দিতে হবে।
সেরা বিদেশি ভাষার সিনেমার জন্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কারের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে পারস্যের (ইরান) যে অসাধারন ফিল্মমেকারের নাম তিনি আসগার ফারহাদি। ২০১১ এবং ২০১৬ তে তিনি A Separation এবং The Salesman সিনেমার জন্য অস্কার পান।
আসগার ফারহাদির সিনেমায় সচরাচর যে বিষয়গুলো নিয়ে ডিল করতে দেখা যায় এটিও তার ব্যাতিক্রম নয়। মানুষের সামাজিক অবস্থান, সম্পর্কের অব্যাক্ত অভিব্যাক্তি, নৈতিক মূল্যবোধের যে চিরাচরিত ন্যারেটিভ তিনি নিজের সিগনেচার স্টাইলে ক্যামেরাবন্দি করেন; সেটাই তাকে বর্তমান সময়ের একজন অন্যতম গুরুত্বপূর্ণ ফিল্মমেকারে পরিণত করেছে।
A Hero (2021) সিনেমাটি ইতিমধ্যে অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার জিতে নিয়েছে যার মধ্যে Cannes Film Festival 2021 এ Grand Prix Award অন্যতম।
ব্যাক্তিগতভাবে একজন ফারহাদি ফ্যান হিসেবে বলবো, অসম্ভব চমৎকার এবং একটি মাস্ট ওয়াচ সিনেমা A Hero.
একের পর এক চমৎকার সব সিনেমা দিয়ে ফারহাদি সাহেব ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন Maestro দের তালিকায়।