অবশেষে সারা বিশ্বের অগনিত লিও ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেললো। যেভাবে একের পর অস্কার তার হাত থেকে ফস্কে যাচ্ছিলো তাতে তার ভক্তদের মনে শঙ্কা তৈরি হওয়া স্বাভাবিক। যারা Peter O Toole কে চেনেন তারা খুব ভালো করেই জানেন, নিজের জীবদ্দশায় লোকটি ৮ বার লিডিং রোলের জন্য অস্কার মনোনয়ন পেয়েছেন তবে ভাগ্যের নির্মম পরিহাসে একবারের জন্য অস্কার তার হাতে ধরা দেয়নি। আরেকজন Richard Burton- লিডিং রোলের জন্য অস্কার মনোনয়ন পেয়েছেন ৭ বার, ভাগ্য তার
ক্ষেত্রেও সহায় হয়নি।
যাকগে, আসল কথায় আসি... এবছর কিন্তু 'লিও'র অস্কার জেতার আনন্দে আরেকটি বেশ গুরুত্বপূর্ণ অস্কার জেতার গল্প চাপা পরে যাচ্ছে...
এবছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড দুইটা কারনে বিশেষভাবে উল্লেখযোগ্য এবং প্রশংসার দাবীদার... কারন এইবছর অ্যাকাডেমি- দুইজন ব্যাক্তিকে দীর্ঘ অপেক্ষার পর তাদের প্রাপ্য সম্মানটুকু দিতে সফল হয়েছে...
একজন হচ্ছে- 'লিওনার্দো ডি ক্যাপ্রিও', এবং অন্যজন হচ্ছেন লিজেন্ডারি কম্পোজার 'এনিও মরিকনি'...
'মরিকনি' পর্দার পেছনর একজন জাদুকর, যিনি তার জাদুর কাঠি নেড়ে মন্ত্রমুগ্ধ করে রাখেন- বিশ্বের লক্ষ্য কোটি দর্শকদের। তার ব্যাপারে সিনেমাখোরদের কাছে নতুন করে কিছু বলার নেই... মনে আছে নিশ্চয়ই The Good, the Bad and the Ugly মুভির সেই বিখ্যাত থিম মিউজিকটির কথা? বছরের পর বছর ধরে যেটি ব্যাবহার করা হয়েছে অসংখ্য হিন্দি/বাংলা মুভিতে, বাসার কলিংবেলে, এমনকি মোবাইলের রিংটোনেও... শুধু তাই নয়, 'মরিকনি'র এই সাউন্ডট্র্যাকটি সিনেমা জগতের ইতিহাসে সবচাইতে পাওয়ারফুল এবং Influential সাউন্ডট্র্যাক হিসেবে গণ্য করা হয় যা গ্র্যামি'র হল অফ ফেইম' এ সংরক্ষিত আছে....
ডিরেক্টর সার্জিও লিওনি'র 'ডলার ট্রিলজি' ছাড়াও অসংখ্য জাদুকরী কাজ রয়েছে তার যেগুলোর ব্যাপারে নতুন করে কিছুই বলার নেই.... ইটালিয়ান এই সুরের জাদুকর ১৯৪৬ সালে তার কম্পোজ জীবনের যাত্রা শুরু করেন। একটি ব্যান্ড দলে ট্রাম্পেট বাজানো দিয়ে প্রফেশনাল লাইফ শুরু করলেও ১৯৫০ এর দিকে তিনি ফিল্ম এবং থিয়েটারে স্ক্রিপ্ট লেখার কাজ নেন (নন- ক্রেডিটেড)।
ইটালির বিভিন্ন সিনেমা নাটকের জন্য মিউজিক কম্পোজ করে অল্প সময়ে ব্যাপক সারা ফেলতে সক্ষম হন তিনি। স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্বলিত কম্পোজে অভিভূত হয়ে তার একসময়কার ক্লাসমেট ডিরেক্টর সার্জিও লিওনি'র ডাকে 'মরিকনি' হলিউডে পা রাখেন ১৯৬৪ সালে। ব্যাস, এরপর, বাকিটা ইতিহাস...
বেষ্ট মিউজিক/ অরিজিনাল স্কোরের জন্য 'মরিকনি' মোট ৫বার অস্কার মনোনয়ন পান (১৯৭৯, ১৯৮৭, ১৯৮৮, ১৯৯২, ২০০১)।
ফিল্ম- মিউজিকের ইতিহাসে অনবদ্য ভূমিকা রাখার জন্য ২০০৭ সালে তাকে একটি Honorary Award প্রদান করা হয়। ১৪ বছর পর তিনি কোয়েন্টিন টারান্টিনো'র ডাকে সারা দিয়ে মিউজিক কম্পোজ করেন- The Hateful Eight এর জন্য... এবং ৫ বার অস্কার মনোনয়নের পর অবশেষে ৬ষ্ঠ বারের সময় ৮৮ বছরের এই কিংবদন্তীর কাছে ধরা দেয় বহু আকাঙ্ক্ষিত 'অস্কার'...
দীর্ঘ ৫০ বছর ধরে প্রায় ৫০০ এর অধিক টিভি, মুভির জন্য মিউজিক কম্পোজ করেছেন তিনি...
সব মিলিয়ে, এবারের অস্কার আসরে ছিলো- সত্যিকার গুণীদের জয়োগান...
Cheers to Leonardo Dicaprio... Cheers to Ennio Moricone...
সবশেষে আপনাদের জন্য ব্যাক্তিগত ফেভারেট একটি প্লে... মরিকনি' র 'The Ecstacy of Gold' এর লাইভ ভার্সন...
view this link
প্রথম প্রকাশ- view this link