অন্য সাইটের প্রচার এই পোস্টের উদ্দেশ্য না। সাম্প্রতিক পরিস্থিতির সাপেক্ষে অনেকের ভুল ধারণা ভাঙ্গানোর জন্য এই পোস্ট। এটাকে প্রথম পেজে না রাখার সিদ্ধান্ত কেন, তার জন্য মডুদের কাছ থেকে একটি মন্তব্য পেলে খুশী হবো।
যৌবনযাত্রা একটি অ্যাডাল্ট সাইট। কিন্তু কি ধরনের অ্যাডাল্ট সাইট? ওখানে ঢুকলেই আপনাকে ভাইরাসে ধরবে? একের পর এক পপ আপ এসে আপনার কম্পুর বারোটা বাজিয়ে দেবে? ন্যাংটো মেয়েদের ছবি গিজগিজ করবে? বাই এনিচান্স পরিবারের কেউ কিংবা বসের সামনে হেনস্তা হয়ে যাবেন?
না।
যৌবনযাত্রা একটি ফোরাম, একটি সোশ্যাল প্লাটফর্ম, যেখানে দেশ, দেশের সমস্যা, রাজনীতি, নির্বাচন এগুলোর পাশাপাশি অ্যাডাল্ট কনটেন্টও শেয়ার করতে পারবেন, তবে অবশ্যই তাদের নিয়মনীতি মেনে।
অনেকে যেভাবে যৌবনযাত্রা নাম শুনেই ফাল দিয়ে উঠছেন, তাতে বুঝা যায় হয় সাইটটি সম্পর্কে তাদের কোনো ধারনা নেই, নাহয় মগবাজারী পোষ্য হওয়ায় ইচ্ছাকৃতভাবেই তারা অপপ্রচারে নেমেছেন। মগবাজারী রাজাকারদেরকে আঘাত করতে অবশ্য যৌবনযাত্রার ফ্রন্টপেইজই যথেষ্ট।
ফ্রন্টপেইজে কি আছে? ন্যাংটো মেয়েদের ছবি? উহু। ফ্রন্টপেইজে স্পষ্টাক্ষরে বলা আছে -
"নির্লজ্জ বিজয়ের আনন্দ করতে আসি নাই, যুদ্ধাপরাধীদের বিচার চাইতে এসেছি।"
সুতরাং রাজাকারদের তো গায়ে লাগবেই। বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত কমিউনিটি ফোরামের ইউজাররা রাজাকারদের বিচার চাইবে আর মগবাজারীরা মুখ বুজে বসে থাকবে, তা হয় কেমনে?