ভাল থাকুক রাতের আকাশ আর নির্বাক চাঁদ
ভাল থাকুক বাংলার নবাবের বিশ্বাসঘাতক ক্লাইভ
ভাল থাকুক চিরহরিৎ বনের মায়া হরিণ
ভাল থাকুক তোমার মতো খোলা চুলে হেটে চলা বিধ্বস্ত মানবী।
ভাল থাকুক হাইকোর্টের মূর্খ দালাল যে আইনের নামে মুখ বেচে খায়
ভাল থাকুক শস্য ক্ষেতের দুলন্ত গম আর ক্ষুধার্ত কৃষক
ভাল থাকুক মাওয়া ঘাটের বৃদ্ধ বেশ্যারা যে ভাজ পড়া চামড়ায় হারানো যৌবন খোঁজে।
ভাল থাকুক আওয়ামী লীগ-বিএনপি, জামাত ও নষ্ট বাম
ভাল থাকুক গোজলা গুইয়ের লোকগাঁথায় পরাণের টান
ভাল থাকুক অপুরুষ কবি আর বিদগ্ধ নারী বিষাদ মন
ভাল থাকো তুমি একপাশে রেখো তেজোদ্দীপ্ত খুনী পুরুষ।
ভাল থাকুক বটবৃক্ষের নি:সঙ্গ কোকিল কুহু কুহু কবিতায়
ভাল থাকুক নপুংসক রাজহাঁস তলায় তলায় প্রেম
ভাল থাকুক অভুক্ত কিশোর আর মেদবহুল শরীর বিলাসী
ভালো থেকো সমুদ্র ভালো থেকো বাতাস নিভৃত নিশাচর আমি।
উৎসর্গ: বত্তিচেল্লিকে- যে মেরি’তে জীবন খোঁজে বিমূর্ততায় নিরাবেগ অনুক্ষণ।