তুমি ছুঁয়ে দিলে দুঃখগুলো আমার কবিতা হয়
আকাশের নীল হয় স্বপ্নবাড়ি
ভালবাসা মুখোমুখি রঙিন বায়ান্ন গলি তিপ্পান্ন বাজারে
আবেগের কালবৈশাখী হয় বসন্তের ¯িœগ্ধ বাতাস।
মেয়ে কবিতা বোঝেনা, মন বোঝে উত্তরাধুনিক প্রেম
সবটুকু হৃদয় দিয়ে আদিগন্ত ছুটে চলা তোমার ভূবণ
এখানে সূর্যাস্তে দেবতারা ঘুমায় নির্মোহে
মৃত ধূলিকণার আস্তরণে ক্ষয়ে যাওয়া মায়াবী বিলাপ।
একজন বিচরণ করে তোমার চেতনায় মহাকাল ধরে
বিহারিণী মুগ্ধতায় লুকিয়ে থাকা অচেনা সবুজ
এ নিষ্ঠুর জনসমুদ্রে ¤্রয়িমান আমি একা
কত ভুলে এক সমুদ্র প্রেম হয় ফ্রয়েডিয় রোমান্স।
মানবীর উদাসীন নিবেদন কবিকে ভীত করে অকালে
সময়ের বিরুদ্ধে দাড়ানো সবার স্বভাব নয়
জেনো, সব আবেদনে সবাই হয়না বেসামাল
অযাচিত অভিমানে এগিয়ে চলা নতজানু বিরহ বিলাস।
নেই নেই নেই, কোথাও কেউ নেই অপেক্ষায়
তবুও এগিয়ে চলা শূণ্যতার খোঁজে ক্লান্ত পথিক অবেলায়
ট্রয় নগরী সৌন্দর্য হারায় প্রেমহীন বিবর্ণতায়
আমিও ম্লান হই তোমার মতো নি:শর্ত দোটানায়।
বেদনার সব নীল তোমায় দিলাম উজাড় করে
মেয়ে অতীত নয়- সামনে তোমার অবারিত ভবিষ্যৎ।
উৎসর্গ : গ্রীক উপাখ্যানের স্বর্গীয় শিশু এঞ্জেলের দার্শনিক জননীকে।