মধ্যরাতের মায়াবী নির্জনতার পথ ধরে উদ্দেশ্যহীন হেটে চলা আমার পুরোনো পাপ
উদাসীন ছ্যাড়া নোটের নির্জীবতা আর তোমার বিষণ্ণ মুখ
পদ্মার ঘাটের রুপালি উন্নাসিক জ্যোতস্নার বেশরম হুড়োহুড়ি
এলোমেলে ভাবনায় পথ হারানো ক্লান্ত পা তবুও এগিয়ে চলা
তোমার দেখা নাই।
বীজগণিতের রাশিতে অংক মেলে তবুও জীবন মেলানোর খোঁজে আর কত কাল অপেক্ষা?
নিরুত্তাপ অভিমানের পাহাড় জমে জমে একদা বরফ হয়
ঝর্ণা হয়ে আছড়ে পড়ে তোমার সভ্য ভূমিতে
আর পলির মতো ক্ষয়ে নিয়ে যায় জমানো দু:খ-ক্লেদ
তোমার দেখা নাই।
এত অবহেলা একজীবনে আর কত?
এভাবে একদিন ভেঙে পড়ে ভেঙে পড়তে হয় অহংকারের দালান
বিরক্ত আবেগ মাত্রাবৃত্ত হয়ে নেমে যায় নিজ পথে বৈশাখের দাবদাহেে
একটু বসন্তের খোঁজে ফুল ভেবে ভুলকে আলিঙ্গন করে
তোমার দেখা নাই।
সময় বয়ে যাচ্ছে হড়হড় করে, বেড়ে যাচ্ছে কল্পনার দেয়াল
লতার মতো এ গাছ থেকে ও গাছ স্থিরতা নেই
ভাঙা গড়ার ইতিবৃত্তে মানব-মানবী মুখোমুখি এক অজানা কারণ
বোদলেয়ার আজ ভাল লাগেনা নর্তকীর রক্তে রঞ্জিত যুবরাজ
তোমার দেখা নাই।
সবশেষে তোমার অভিমানের আগুনে হার মেনে আমি বখে যাই নতুন করে
আর তুমি চোখের পানিতে অতীত ভোলার নগ্ন প্রচেষ্টায় ব্যস্ত উদ্ভীন্না রমণী হয়ে
আরো সতেজ আরো যুবতী হয়ে উঠো
নাই হলো লেখা বিরহের শূণ্য পুরাণ-নাই রাগ নাই ক্ষোভ
এখনো ভোর হয় পাখি গায় তবু তোমার দেখা নাই।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৬