
১. সামহোয়্যার ইন ব্লগ ছাড়াও সচলায়তন কিংবা ব্লগস্পটে (যদি এইচটিএমএল টেম্পলেট ম্যানুয়ালি পরিবর্তন না করে থাকেন) হোস্টেড ব্লগগুলোকেও অনুসরণ করতে পারবেন।
২. দিনের শেষে বা শুরুতে ক) আগের দিনে আসা নতুন পোস্টসমূহ খ)পুরাতন পোস্টে নতুন মন্তব্য এসে থাকলে তাদের সেগুলোর - একটি লিস্ট ইমেইল হিসেবে পাবেন। সেখান থেকেই ক্লিক করে পোস্টগুলো দেখতে পাবেন।
৩. ওপেন আইডির পরিবর্তে প্রচলিত ইমেইল দিয়ে সাইন আপ এর ব্যবস্হা করা হয়েছে, কারণ অনেকেই ওপেন আইডির সাথে পরিচিত নন। তবে ইতিমধ্যে ওপেন আইডি দিয়ে একাউন্ট খুলে থাকলে সেটি দিয়েও লগইন করতে পারবেন।
৪. "রিমেম্বার মি" অপশন যোগ করা হয়েছে।
স্ক্রিনশট:

অনুসরণ করা ব্লগারদের লিস্ট

অনুসরণ করা ব্লগারদের সাম্প্রতিক পোস্টসমূহ
ঠিকানা: http://onushoron.morphexchange.com
[বি.দ্র. আগ্রহীরা রুবিতে লেখা টুলটির সম্পূর্ণ সোর্স কোড এখানে] দেখতে পাবেন