মোর মতে রাইত ৯টার পরের তন সামু ব্লগ কোলাহ্ল মুখর থাকে,যতই রাইত বারতে থাকে কোলাহল ও সমানুপাতিক হারে বাড়তে থাকে,এমনে করতে করতে এক্কেবারে সেহেরীর সময় গ্যাঞ্জাম চুড়ান্ত রূপ নেয়,তারপর ধীর ধীরে আবার নীরব হতে থাকে সামু মামা।এর কারণ,সকল মহৎ ও দার্শনিক চিন্তার উদ্ভব রাত্তির আধারেই আত্নপ্রকাশ কইরা থাকে।
এরপরের কথা হইল,যেইসব ভাইজানেরা অফিসে গিয়া কাজের জায়গায় মনের সুখে ব্লগীয় চর্চা কইরাথাকেন,তাগো লইগা সক্কাল ১০টার দিকেও জীবন মুখী কিছু পোস্টিং আমরা দেখবার পাই।
আরো কথা আছে,পত্রিকা তো সক্কালেই দেয়,গরম সব খবর,কপি পেস্ট মারার চেয়ে এর তন রাইট টাইম আর হইবার পারে।
দুপুরবেলা ক্লান্ত শরীরের দুর্দান্ত আর্তনাদের ভাষা গুলা যেন নিভিই নিভু হইয়া ফুইটা উঠে ব্লগে।
আর তথ্য দরকার ,প্রিয় তে রাখবেন,এমন পোস্ট গুলার লইগা টাইম ইস নো ফেক্টর,কারণ এইগুলা এক মুহূর্তের পরিশ্রমের ফসল না ,যেকোন মুহূর্তেই মনিটর ফুইড়া বাইর হইবার পারে্,
আর এইটার মতন খাজুইড়া প্যাচাল অলটাইম ই পাইবেন,আমার মতন পাব্লিকের কি অভাব আছে:
আপনার কি মন হয়???????????
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৩৫