আমি এমন একজন মানুষ যে এবার এস এস সি পরীক্ষা দিয়েছি।এ+ ও পেয়েছি।নটরডেমে পড়ার ব্যপক ইচ্ছা কিন্তু পড়ালেখায় অনীহা নিয়ে ইন্টারভিউ ও দিয়েছি।যথাযথ কারণেই টিকি নাই।কিন্তু এই সময়ের মধ্যে আমি রেসিডেন্সিয়াল,রাজউক,ঢাকা কলেজ,সিটি কলেজ পরিদর্শন করে ভর্তিফরম কিনেছি।এসময় ঢাকার বিখ্যাত এসব কলেজ সম্পর্কে নানা প্রকার গুজব/উপদেশ/অপবাদ/নিন্দা/প্রশংশা..............আমি নানা প্রকার মানুষের কাছ থেকে ব্যপক পরিমাণে পেয়েছি।নিম্নে আমার এসকল অভিজ্ঞতা বিষয়ক বাণী সে সকল মানুষের ভাষায় বর্ণনা করলামঃ
নটরডেম কলেজঃ
গুজবঃ
এই কলেজ সম্পর্কে বলার কিইবা থাকতে পারে।নটরডেম কোন নিয়ম মানে না।সব কলেজ জিপিএ র ভিত্তিতে ভর্তি করছে আর নটরডেম হুটহাট কাউকে না জানাইয়া লিখিত পরীক্ষার আয়োজন করে-যত্তোসব ফাইজলাম,।শোনা যায়,এই কলেজে নাকি প্রতি সপ্তাহে কুইজ পরীক্ষা হয়।আর সবচেয়ে কঠিন জিনিস হইসে ল্যাব ক্লাস।আর ডিসিপ্লিন মেইন্টেইন করতেই হয়।আর নটরডেমের সবচেয়ে ক্ষেতমার্কা জিনিস হইসে এর প্লাস্টিকের কলেজ ব্যাগ।আর আমি যত কলেজের প্রসপেক্টাস কিনসি,তার মধ্যে নটরডেমেরটা সবচেয়ে থার্ডক্লাস।
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজঃ
গুজব/অপবাদঃকলেজের ক্যাম্পাস একখান-পুরা ৫০ একর।আবাসিক হোস্টেলের খানাদানাও নাকি পুরা খানদানি ।যাদের পোলাপানেরা বান্দর তারা নাকি পোলাপানরে এইখানে দেয় ঠিক করার জন্য।কলেজে একদিন নাকি এবসেন্ট থাকলে প্রিন্সিপাল ডাক দেয়।আর প্রিন্সিপাল যারে ডাক দেয় তার জন্য নাকি হাস্পাতালের একটা বেড লাগবেই।১০টা বেতের বাড়ি দিয়া নাকি ৭দিনের জর আনাইয়া দেয়।আমার জন্য দোয়া কইরেন,ভর্তি তো এইখানেই হইসি ।
ঢাকা কলেজঃ
গুজবঃএকসময় ঢাকা কলেজ বাংলাদেশের এক নম্বর কলেজ ছিল।এখন সবাই বলে,আগের সেই ঢাকা কলেজ আর নেই।মারামারি,রাজনীতি,সন্ত্রাস কলেজটারে নাকি একেবারে ধ্বংস করে দিয়েছে।তবে টিচিং স্টাফের দিক দিয়ে আজো ঢাকা কলেজ সবার সেরা।এইখানে পরে তারাই ভালো করে যারা প্রচন্ড পরিমাণে দায়িত্মশীল।তবে কেউ যদি নিউমার্কেটের হাওয়া গায়ে লাগায়,সে শেষ-যত্তোসব ফাউল কথা।
মনে বড় আশা ছিলো
পড়ব ঢাকা কলেজে...............................
আফসোস,টিকাও পড়তে পাড়লাম না ।
ঢাকা সিটী কলেজঃ
ভালো কলেজ তবে কমার্সের জন্য।সাইন্সের জন্য না।ডিসিপ্লিন আছে,স্যাররাও কড়া।তবে কলেজের কোন ক্যাম্পাস নাই,পুরা একটা বাক্স।শোনা যায়,ঢাকা কলেজের পোলাপানেরা মআরামারি করে আর মাইর খায় সিটি কলেজের পোলাপানেরা।
রাজউক উত্তরা মডেল কলেজঃ
অপবাদঃ
এই কলেজ থেকে অনেক গোল্ডেন জিপিএ পায় তবে তারা ভালো কোথাও চান্স পায় না ।কলেজে নাকি খালি নোট পড়ায় :#।এই কলেজে জীবনেও পইড় না।
যতো কথাই বলা হোক না কেন,শেষ কথা একটাই,আমার মত ঢাকার বাইরে থেকে আসা অধিকাংশ শিক্ষার্থী এইসব কলেজে পড়ার সবপ্নই দেখে।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১০ দুপুর ১:৪৩