ইসলামী শরীয়ত মুতাবিক যাকাত আদায়ের ৮টি প্রধান খাত হল-
১। ফকির: ফকির ঐ গরীব ব্যক্তি যার নিকট এক বেলা বা দুই বেলার বেশি ব্যবস্থা নেই।
২। মিসকীন: মিসকীন ঐ ব্যক্তি যার আয়ের চেয়ে ব্যয় বেশি।
৩। আমিল বা যাকাত আদায় ও বিতরণের কর্মচারী।
৪। নওমুসলিম অর্থাৎ যারা অন্য ধর্ম ছাড়ার কারণে পারিবারিক, সামাজিক ও আর্থিকভাবে বঞ্চিত হয়েছে। তাদেরকে দেয়া।
৫। দাসমুক্তি: কৃতদাসের মুক্তির জন্য।
৬। ঋণমুক্তির জন্য: জীবনের মৌলিক বা প্রয়োজনীয় চাহিদা পূরণের জন্য সংগত কারণে ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণমুক্তির জন্য যাকাত প্রদান করা যাবে।
৭। ফী সাবিলিল্লাহ বা জিহাদ: অর্থাৎ ইসলামকে বোল-বালা বা বিজয়ী করার লক্ষ্যে যারা কাফির বা বিধর্মীদের সাথে জিহাদে রত সে সকল মুজাহিদদের প্রয়োজনে যাকাত দেয়া যাবে।
৮। মুসাফির: মুসাফির অবস্থায় কোনো ব্যক্তি বিশেষ কারণে অভাবগ্রস্ত হলে ঐ ব্যক্তির বাড়িতে যতই ধন-সম্পদ থাকুক না কেন তাকে যাকাত প্রদান করা যাবে।
আমাদের হানাফী মাযহাবের ইমাম, ইমামে আ’যম হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, কালামুল্লাহ শরীফ-এ ইরশাদকৃত ৮টি খাত বা শ্রেণীর যে কোনো এক শ্রেণীর লোককে যাকাত দিলেই যাকাত আদায় হয়ে যাবে।