হ্যালো ?
তুমি ফোন ধরলে কেন ? জাননা ! আমার মোবাইলে টাকা নেই , আমি তো মিসকল দিয়েছিলাম !
বুঝতে পারলাম এখনই শুরু হবে ব্যাপক ঝাড়ি, তাই তাড়াতাড়ি বললাম, Sorry, আসলে কলার নাম্বার উঠে না তো, তাই ধরে ফেলেছি। আর অনেকক্ষন ধরে কল হচ্ছিলো বুঝতে পারিনি যে মিসকল ছিলো ঐটা ! আচ্ছা রাখ, আমি কলব্যাক করছি।
তুমি !! তুমি ইচ্ছা করে এইসব করো, আমাকে কষ্ট দেওয়ার জন্য ।
ইচ্ছা করে কেন করবো ? আর বললাম তো, তুমি যে ফোন করেছো তা বুঝতে পরিনি। আর আমিতো কলব্যাক করছিই, তোমারতো মাত্র একটা কলের টাকা কাটা গেছে। তুমি এইটাকে ইসু বানাচ্ছো কেন ?
ধাম করে কেটে দিলো কোন কথা না বলে ।
আমি কল ব্যাক করলাম।
বললাম, দেখ আমি সত্যি ভেরী ভেরী স্যরি। আর আমি বুঝতে পারছিনা, তুমি একটা কলের জন্য এত রেগে যাচ্ছো কেন ?
একটা কল কোন ব্যাপার না, তুমি ইচ্ছা করে আমার ফোন ধরেছ সেইটাই আসল কথা। আর আজকে আমার পরীক্ষা ছিলো, তুমি ফোন দেওনি কেন ?
এইবার বুঝলাম তার রাগ করার আসল ঘটনা । বললাম স্যরি, আসলে আমি সেই দুপরবেলা থেকে ট্রাই করছি কিন্তু লাইন পাচ্ছি না !
আর কত স্যরি বলবে ? তুমি কি স্যরির মিনিং জানো ? মানুষ একবার দুইবার ভুল করে আর তুমি প্রতিমূহুর্তে মূহুর্তে ভুল করে যাচ্ছো আর স্যরি বলছো ! স্যরি বলার কোন অধিকার তোমার নাই।
আচ্ছা, ঠিক আছে স্যরি বলার কোন অধিকার আমার নাই। এখন বল পরীক্ষা কেমন হয়েছে ? নেক্সট পরীক্ষা কবে ?
আমার পরীক্ষার কোন খবর তোমার নিতে হবে না , নেক্সট পরীক্ষা আগামীকাল। কিন্তু তুমি আমার মেজাজ খারাপ করে দিয়েছ, আমি এখন আর পড়বো না। আমি নিশ্চিত কালকের পরীক্ষায় ফেল করবো আর এর সব দায় তোমার !
হা হা হা , আচ্ছা ঠিক আছে, সব দায় আমার।
খবরদার হাসবেনা, হাসার কোন অধিকার তোমার নেই।
ঠিক আছে, হাসবো না। এখন তুমি মাথা ঠান্ডা করে পড়তে বসো, আমি দুই ঘন্টা পরে আবার ফোন দিচ্ছি।
খবরদার , তুমি আমাকে এডভাইস দিবে না ! এডভাইস দেবার কোন অধিকার তোমাকে আমি দেইনি। আর ফোনও দিবা না !
আচ্ছা ঠিক আছে, আমার স্যরি বলার অধিকার নেই, হাসার অধিকার নেই, উপদেশ দেবার অধিকারও নেই। তুমি প্লিজ মাথা ঠান্ডা করে পড়তে বসো, তোমার মাথা গরম হয়ে আছে, আমি এখন যাই বলি তোমার মেজাজ আরও খারাপ হবে। আমি এখন রাখি, পরে ফোন দিচ্ছি।
না ! তুমি ফোন দিবা না ! খবরদার! যখন তোমাকে আমার দরকার তখন তো তুমি ফোন দাও না, যখন তোমার কন্ঠ শুনতে ইচ্ছা করে তখন তো তোমার ফোন পাইনা। ( এই পর্যায়ে তার কান্না শুরু হয় ) যখন তোমার সাথে খুব কথা বলতে ইচ্ছা করে তখনতো তুমি ফোন কর না ! তুমি আর কত কষ্ট দিবে আমাকে ? কেন প্রতিবার মিসকল দিয়ে আমার অস্তিত্ব তোমাকে জানান দিতে হয় ?আমি তোমাকে যতটুকু ফিল করি এর এক পার্সেন্টও কি তুমি আমাকে ফিল কর ? আমার কান্নার কোন দামও কি তোমার কাছে আছে ? আমি কেন যে তোমার সাথে এখনও জড়িয়ে আছি !!! খবরদার তুমি ফোন দিবে না আমাকে আর ......এই পর্যন্ত বলেই সে ফোন কেটা দিলো ।
আর আমি এখন হ্যাং হয়ে পড়ে আছি !!!
কোথপোকথন !!!! তার সাথে (৬ষ্ঠ পর্ব)
কোথপোকথন !!!! তার সাথে (৫ম পর্ব)
কোথপোকথন !!!! তার সাথে (৪র্থ পর্ব)
কোথপোকথন !!!! তার সাথে (৩য় পর্ব)
কোথপোকথন !!!! তার সাথে (২য় পর্ব)
কোথপোকথন !!!! তার সাথে (১ম পর্ব)
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৩৮