সৈয়দ মহসিন আলি কে নিয়ে নানান সময় নানান সমাচলোনা চলেছে। হাস্যকর হয়েছেন অনেকের চায়ের দোকানের আড্ডায় ।
কিন্তু কখনো কি জানতে ইচ্ছে হয় নি একবারও মানুষটা আসলে কেমন ছিলো?
আজ এই ভিডিওটা দেখার পর অনেকে অনুতপ্ত !
অনেক বলছে বুঝতে পারিনি আমরা তাকে।
ভিডিও টা দেখুন। -
পরিষেশে একটা কথা বলতে চাই- অনেক আগে সামু এক বড় ভাইয়ের লেখাতে পড়েছিলাম। নাম টা সঠিক মনে নেই- তবুও দ্রুবো এরকম একটা নাম ছিলো। তিনি ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র। তিনি লিখেছিলেন-
"নিশ্চয়ই একটা মানুষের সবটুকুই খারাপ নয়। একজন মানুষ পুরোপুরি খারাপ হতে পারে না। অবশ্যই তার মধ্যে ভালো কিছু আছে। সেই ভালো কিছুকে খুঁজে বের করুন। দেখবেন, পৃথিবীটাকে অনেক ভালো লাগতে শুরু করবে, জীবনটাকে সুন্দর ও ঝামেলামুক্ত লাগবে, বাঁচতে ইচ্ছে করবে।
আপনি হয়তো কোন কারণে কাউকে অপছন্দ করেন। হয়তো ঈর্ষাও করেন। এজন্য সেই লোকটি নি:শ্বাস নিলেও হয়তো আপনার সহ্য হয়না। মোটকথা, আপনি তাকে দেখতেই পারেন না। এভাবে কতদিন চালাবেন? একটিবার মানুষটির কাছে গিয়ে বসুন, ভিন্নভাবে তাকে দেখার ও বোঝার চেষ্টা করুন। কেন করবেন? ভালো থাকার জন্য করবেন, ভালো রাখার জন্য করবেন। করেই দেখুন, জীবন পাল্টে যাবে।
আসুন, এক কাজ করি। জীবনে চলার পথে কোন না কোন কারণে যাদের সাথে বিরূপ সম্পর্ক তৈরি হয়েছে, আসুন তাদের সাথে আবার দেখা করি। ভেঙ্গে যাওয়া বন্ধুত্ব জোড়া লাগানোর চেষ্টা করি। আসুন, মিলেমিশে বাঁচি। জীবনটা কিন্তু অনেক অনেক ছোট। কি লাভ এত হিংসা-বিদ্বেষ-হানাহানি করে?"
আজ কথা টা অনেক মনে পড়ছে। হয়তবা অনেকের এমন মনে হতে পারে। তিনি কিন্তু খারাপ বলেছিলেন না।
আজ তাকে নিয়ে সামাজিক-গন মাধ্যমে ঝড় উঠেছে। আসলে কি বলতে চাচ্ছি দেখলেই বুঝতে পারবেন।
সৈয়দ মহসিন আলি কে আসলেই আমরা বুঝতে পারিনি।
অনেক অনেক শ্রদ্ধা-ভালোবাসা স্যারের জন্য।
ভিডিওটা এর আগে সামুতে প্রকাশ হতে পারে। সিওর না। কিছু দিন ধরে সামুতে অবস্য আমি এক্টিভ না। সুতরাং ......
ভিডিও- ইউটিউব থেকে সংগ্রহিত।
ধন্যবাদ !
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩