সাধারণত পারিবারিক কেউ মারা গেলে কারো মন কতটা খারাপ থাকে সেটা নিশ্চয় কাউকে বোঝাতে হয় না।
কিন্তু গত ৬ তারিখে আমি এক ছেলের এই ফেসবুক পোষ্ট দেখে অনেক অবাক হয়ে গেলাম।
বাবা মারা গেছে তার , তিনি বাবার লাশ কাধে করে পিক ও তুলেছেন।
আবার ক্যাপশনে দিছে দোয়া করেন।
আচ্ছা ভাই আপনার বাবা ,মারা আপনি মসজিদে গিয়া নামাজ পড়েন ! দোয়া করেন আঙ্কেলের জন্য কিন্তু এভাবে পিক দিয়ে কমেন্ট যুদ্ধে লাভ কি?
আপনার বাবা সো আপনার দোয়াটাই আগে কাজে লাগবে। অন্য জন তো পরের হিসাব।
দিনে দিনে মানুষ কতটা যন্ত্র নির্ভর হচ্ছে সেটা ওনি প্রমান করলেন আবারো।
কালের বির্বতনে আমরা নিজে থেকেই যান্ত্রিকে পরিণত হচ্ছি !!!
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৭