সবসময় নিজেকে গুয়িয়ে রাখতে পছন্দ করেন তিনি......১১ সেপ্টেম্বরের ভয়াল কাহীনির প্রায় হুবুহু বর্ননা তিনি দিয়েছিলেন ঘটনার ৩ মাস আগে....অবশ্য বলেছিলেন রূপক আকারে.....ঈগল পাখীর ডানায় লেগে দুইটা লৌহদন্ড ভেংগে যাবে.....শুরু হবে পৃথিবীর বিপর্যয়.....
সেইদিন কিছু না বুঝলেও ৩ মাস পরে তিত্লামিঞার ঝাজ বুঝতে পেরেছিলাম.....তাই সেইদিন বাগে পেয়ে আব্দর ধরলাম এবারের বিশ্বকাপ সম্পর্কে উনার ভবিষ্যৎবানী শুনতে। অনেক চাপাচাপি করের পরে ২ পুরিয়া মহিনীর টাকা দিয়ে উনার কাছে যা শুনলাম সেটার সারমর্ম নিম্নরূপঃ
১৯ ফেব্রুয়ারী বাংলাদেশ বনাম ভারতের খেলা
ফলাফলঃ বাংলাদেশ ৮৭ রানের কঠিন ডলা খাবে.....
২৫ ফেব্রুয়ারী বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড
ফলাফলঃ বাংলাদেশ ২৭ রানে জয়ী.....
০৪ মার্চ বাংলাদেশ বনাম ওয়েস্টইন্ডিজ
ফলাফলঃ বাংলাদেশ ১৮ রানে জয়ী.....
১১ মার্চ বাংলাদেশ বনাম ইংল্যান্ড
ফলাফলঃ ইংল্যান্ড ৬৭ রানে জয়ী.....
১৪ মার্চ বাংলাদেশ বনাম নেদারল্যান্ড
ফলাফলঃ বাংলাদেশ ৬ উইকেটে জয়ী.....
১৯ মার্চ বাংলাদেশ বনাম সাউথ আফ্রীকা
ফলাফলঃ আফ্রীকা ৫ উইকেটে জয়ী....
রানরেট বিচারে বাংলাদেশ গ্রুপের ৪ নম্বর দল হবে (গ্রুপ বি).....
সব কিছু ঠিক থাকলে গ্রুপ এর ২ নাম্বার দল অস্ট্রেলিয়ার সাথে ২৪ মার্চ বাংলাদেশের দেখা হবে কোয়াটার ফাইনালে এবং এবার বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন হবে সেই দিন। অস্ট্রেলিয়া সেইদিন মাত্র ৪ রানের ব্যাবধানে বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিবে।
এরপর ২৯ মার্চ নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে ৪৫রানের ব্যবধানে হেরে বাংলাদেশের বিশ্বকাপের স্বপ্ন ভংগ হবে।