সেই যখন খুব ছোট্টটি ছিলাম তখন হয়তো অনেক কিছুকে আমার ভালো লাগতো, ভালো লাগতো অনেক আদর, ভালো লাগতো অনেকের হাসি, ভালো লাগতো অনেকের কোলে নেওয়া। তখন থেকে সবচেয়ে আমার কাছের মানুষ আমার মা, আমার বাবা। সে তখন থেকে পরিচয় অনেক বন্ধুর সাথে। বন্ধুরা দিয়েছে অনেক কিছু। প্রতিদানে আমিও দিয়েছি, বা দিতে চেয়েছি। জীবনের এই পথ চলার মাঝে পেয়েছি অনেক বন্ধুর সান্নিধ্য। বন্ধুদের সাথে জড়িয়ে রয়েছে অনেক হাসি কান্না। বন্ধুদের সাথে নিয়ে পেয়েছি অনেক সাফল্য, হয়তো দেখাও মিলেছে অনেক ব্যর্থতার। সেই যখন স্কুলে যাওয়া শুরু ঠিক তখন থেকেই হয়তো বেশি পরিচয় হয়েছে গ্রামের বাইরের বন্ধুদের সাথে। এভাবে লেখাপড়ার ধাপ বাড়তে বাড়তে এই আমি আজ বিশ্ববিদ্যালয়ে। পরিচয় হয়েছে অনেকের সাথে। বন্ধুত্ব গড়ে উঠেছে তাদের সাথে যাদের সাথে গড়ে উঠেছে আত্নার বন্ধন। পেয়েছি অনেক ভালো বন্ধুর সন্ধান। বন্ধুরা আমার সারাটিক্ষণ থাকুক আমারই মনের আয়নায়। বন্ধুদের মাঝে মা-বাবা আমার প্রথম সারির, তারপরে স্থান আমার সব দুষ্ট বন্ধুদের।
লেখার ছিলো অনেক। কালকে পরীক্ষা থাকার কারনে তেমন লিখলাম না। সবকিছু যদি ঠিক থাকে তবে সন্ধ্যার দিকে এক বন্ধুকে নিয়ে আমার একটা লেখা পোস্ট করার ইচ্ছা আছে।
হয়তো অনেক ব্লগারের সাথে তর্কের মাঝে নানান ধরনের কথা কাটাকাটি হয়েছে, সেগুলো সব তর্কের মাঝে সীমাবদ্ধ থাকুক। যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে আমায় মর্জনা করো। সত্যিই সকল ব্লগারদের সান্নিধ্য পেয়ে, অনেক প্রিয় প্রিয় ব্লগারের লেখা পড়তে পেরে আমার খুব ভালো লাগে
সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:২৭