আমার বিষন্ন তুমি!
শরতের আকাশ যেন ধূলোঢাকা মরুভূমি
প্রেয়সীর লাস্যে যেমন ধোঁয়াঢাকা মন-
অধরা আবেগে নিঃস্ব হবার লোভ জাগে,
সে রুদ্ধবোধ হৃদয়ের খুব আপন।
তোমার চুলের গন্ধে ঢাকা
বিগত বসন্তেুর স্মৃতি,
তোমার অবহেলার অসম্মানে
বিষন্নকিন্নরী...
যে রাতে সে নারী হাত রেখেছিল চোখে
কি এক অয়োময় শূন্য আঁধার-
মোহগ্রস্থ পৃথিবীর মন জুড়ে।
আমার বিষন্ন তুমি,
সযত্নে লুকিয়ে রেখেছি যাকে
ধূলোপড়া দিনলিপির ফাঁকে।
নাম নিতে... বাকিটুকু পড়ুন
