“সুতোয় বাঁধা”
একটু করে বাসবো ভালো,
আসবো কাছে ধীরে।
দেখবো তোকে চোরা চোখে,
হাজার লোকের ভীড়ে।
জানবেনা কেউ ধরলো কে হাত,
একটু খানি ছোঁয়ায়।
কাছে এসে মিলিয়ে যাবো,
রহস্য থাক ধোঁয়ায়।
কেন জানিনা ভালোই লাগে,
অন্য রকম টান।
লুকিয়ে নিতে পাশে থেকে,
তোরই চুলের ঘ্রাণ।
হঠ্যাৎ হয়তো লোকের ভীড়ে,
ছুঁয়ে দেয়া চুলে।
সরিয়ে নেয়া হাতটা বলে,
লেগে গেছে ভুলে।
খুঁজবি আমায় ভীড়ের ভিতর,
দেখবি মাঝে মাঝে।
দুইটি মানুষ সবার মাঝেও,
একলা... বাকিটুকু পড়ুন