ধর্ষিতর শীৎকার
-------------------
দোয়াত, কলম নিয়া বইসা আছি
কবিতারে একখান স্বপ্ন দেখামু বইলা।
দোয়াতের কালির রঙ গাড়ো পিঙ্গল,
বেহদ ঘন আর বহু দিনের অভিজ্ঞ পঁচা মলের গন্ধ।
ইদানীং সেই গন্ধ হার মানাইছে
ঘেউ ঘেউ করা বেশ্যা রাজনীতিবিদগো,
আর হ্যাগো দেয়া নেংটি পরা কলমজিবীগো,
মরা পঁচা লাশরেও।
কলমের ভিত্তর সে কালি হান্তেই চায়না
তবু তারে জবরদস্তি হান্দায় কলমে।
ধর্ষিত কলমের ভেতর থেইকা তুমি এবং তুই বাইর করিস
একগাদা শীৎকার।
তারা বইসা শোনে সেই শীৎকারের রাগ,
শীৎকার হইয়া যায় সঙ্গীত।
কবিতার স্বপ্নে কোন পাপ আছিলোনা
কবিতার স্বপ্নে কোন শীৎকার আছিলোনা।
দোয়াত, কলম নিয়া আমি বইসাই আছি,
কবিতারে একখান স্বপ্ন দেখামু বইলা।
জাতিস্মর
৩১/০৮/২০১৬
Photo Credit: Afaf Mustahil Haque Nippon