আমি মূলত ফেসবুক অ্যাপ্লিকেশন এ ক্লিকাই না। ক্লিক মারলেও যখনই আমার ইনফরমেশন অ্যাক্সেস চায়, তখনই আমি আর অ্যাক্সেস দেই না। গতকাল এক ফ্রেন্ড একটা অ্যাপ্লিকেশন শেয়ার করেছে, যে তার সম্ভাব্য মারা যাওয়ার সন হলো ১৯১৯ । পুরাই ফাউলX।
আমারটা চেক করলাম, দেখি একই অবস্থা। চোখে পরে গেল Kisser Type Application. ভাবলাম দেখি বউয়ের দেওয়া উপাধির সাথে মেলে কিনা। মিলে গেল শুধু টাইটেলটা ভিন্ন। বউয়ের দেওয়া উপাধি (বাসর রাতে) ছিল "াস ির"। যাইহোক, এবার ওয়ালে শেয়ার করার পালা। মাথা খারাপ? এটা শেয়ার করা যায়? করলাম না শেয়ার। সকালে ঘুম থেকে উঠে ফেসবুক লগইন করে আমার চোখ ছানাবরা।
দেখি, আমার এক্সপার্ট কিসের অ্যাপ্লিকেশনটা এক মেয়ের ওয়ালে পোষ্টাইছি। তারাতারি তার ওয়ালে গিয়ে ডিলিট মারলাম। জানি না, সে দেখেছে কিনা। দেখলেতো মানস্মান আর কিছু থাকলো না। যদিও দেখলাম সে বিবাহিত, আর এখানেই বিপদটা আরও বেশী, যদি তার বর দেখে। মেয়েটা আমার ছাত্রী। আমার মনডা কুব কারাপ ভাবছি ফ্রেন্ড লিস্ট থেকে .........নিধন করমু।আপনারা কি বলেন? আমার কি কুন বাল বকট আছে, যে আমারে একটু পরামর্শ দিতে পারেন?
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১১ দুপুর ২:৪৮