হ্যালো আপনারা যারা এই মুহুর্তে রুমে, মাঠে, হাটে, ঘাটে, অফিসে, ময়দানে যে যেখানেই হোক ল্যাপির সামনে বসে সামুকে উপভোগ করছেন বা ভবিষ্যতে ল্যাপি কিনবেন বলে ভাবছেন, তাদের জন্য সামান্য টেকি পোষ্ট নিয়ে হাজির হয়েছি আম.. সেম এজ এবোভ(নামটা উপরে দেওয়া আছে )
যেটা বলছিলাম। টেকি....
ব্যাটারী বিষয়ক টেকি পুষ্ট। আগেই বলি আমি টেকিয়েষ্ট নই, ভুল হলে কমেন্টের মাধ্যমে শুধরে দিবেন।
তাহলে শুরু করি...
ব্যাটারীর ইন্টার্নাল রেজিস্টেন্ছ আছে এটা তো জানেন, না জানলে তর্ক না করে কথাটা মেনে নিন। তাই আপনি যদি সব সময় পাওয়ার কর্ড লাগিয়ে রাখেন, তাহলে ওটাও সব সময় পাওয়ার খাবে আর গরম হবে, কম আর বেশী। খেলে আবার কার না গরম ধরে?
আমি যেটুকু জানি, সেখান থেকে বলছি.......
১। আপনার যদি সব সময় ব্যাটারীর দরকার হয়, মানে কখন যে পাওয়ার যায় এই ভয় থাকে তাহলেতো কোন কথা নাই লাগিয়ে রাখতেই হবে। তবে, যখন আপনি ল্যাপি ব্যবহার করবেন না কয়েক ঘন্টা যাবৎ, তখন পাওয়ার কর্ডটা অন্তত খুলে রাখুন।
২। মেইন পাওয়ারের কোনো সমস্যা না থাকলে ব্যাটারী লাগিয়ে রাখবেন না। এক মাস পর পর ১৫-২০% পর্যন্ত ডিচ্চার্জ করে আবার ফুল চার্জ করে খুলে রেখে দিন। আশা করি আপনার ব্যাটারী অনেক ভাল থাকবে।
আমার ল্যাপির ব্যটারী শুরুতে ৮ ঘন্টা ব্যাকআপ দিত। এক বছর হলো প্রায়। এখনও কমেছে বলে মনে হয় না। আমিতো বাইরে থাকি। দুই তিন বছরে এক সেকেন্ডও পাওয়ার ইনটারাপ্ট পাইনি। তাই আমি ২নং নিয়মটাই ফলো করি।
আমার মনে আছে, দেশে গিয়ে একদিন খুলনা-নাটোর ট্রেন জার্নিতে প্রায় সাত ঘন্টা একটানা আমার ল্যাপিতে নেট ব্রাইজ করেছিলাম। আই লাভ মাই ল্যাপি
আপনাদের ল্যাপিও ভাল থাকুক এই কামনায় আজকের মত টেকি পুষ্ট শেষ।
সাথে একটা জুক্স;
এক বাড়ীওয়ালা দোতালা বাড়ী বানিয়ে উপরের তলা রং করে নিচ তলায় দেওয়ালের গায়ে লিখে রেখেছে same as above.
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১১ রাত ৮:২৪