শারমিন আকতার
রাত জেগে তোমার কথা ভাবতে ভাবতে
যখন আমি চোখের জলে ভাসি,
তখন তুমি মোবাইল বন্ধ রেখে
নাক ডেকে ঘুমাতে থাকো ।
তোমার বাসার ড্রয়িংরুমে
যখন আমি চাতক পাখির মতো
ছেলেকে নিয়ে অপেক্ষা করি,
তখন যেন তুমি ইচ্ছে করে বিলম্ব কর ।
তোমার সাথে সাক্ষাত করব বলে
যখন সপ্তাহান্তে অফিস শেষে সন্ধ্যেবেলায়
রাস্তার পাশে দাড়িয়ে থাকি,
তুমি বল- “আমার ফিরতে দেরি হবে তুমি চলে যাও ।”
আমি যখন প্রচণ্ড জ্বরের ঘোরে
তোমার নাম জপতে জপতে প্রাণপাত করতে থাকি,
তখন তুমি একবারও কাছে এসে জিজ্ঞাসা কর না,“কেমন আছো তুমি?”
এসব সইতে না পেরেযখন তোমাকে আমি প্রশ্ন করি;
“এতো কঠিন কেন তুমি?”
তখন তুমি তাচ্ছিল্যের হাসি দিয়ে বল,
“আমি একটু বাস্তববাদী!”
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০২