দেখা হোক বছর কুড়ি পরে
এই অভিলাস আমার অন্তরে
তুমি থাকবে সেদিন নিশ্চুপ দাড়িয়ে
চোখের কোনে একটুকু জল নিয়ে ।
দেখা হোক বছর কুড়ি পরে
চেনা জানা জন সমুদ্রে
তুমি মিশে যাবে অজানার পথে
মনের মধ্যে দুঃখ সঙ্গপনে ।
দেখা হোক বছর কুড়ি পরে
আমাদের সেই পুরোনো স্মৃতিতে
হারিয়ে যাবো পুরনো সেই দিনে
মুখ লুকিয়ে ভাসিয়ে নয়ন জলে।
দেখা হোক বছর কুড়ি পরে
কুয়াশা ঘেরা শীতের সকালে
তুমি হঠাৎ দেখার ভয়ার্ত আনন্দে
লুকিয়ে রবে শীতের চাদরে
দেখা হোক বছর কুড়ি পরে
কাছে পাওয়ার ব্যাকুল রজনীতে
তুমি রইবে জোস্না পানে চেয়ে
নিজের চারিদিকে সামান্য দূরুত্ব নিয়ে
দেখা হোক, দেখা হোক, দেখা হবে!