তবুও মাঝে মাঝে ভাষা খুঁজে পাই না
বলতে পারি না অনেক কথা
বুকের মধ্যে জমে থেকে না বলা কথাগুলো
আগ্নেয়গিরির মতো জ্বলতে থাকে, নিঃশেষ করে ফেলে সমস্ত শক্তি।
বলতে পারি না, দেখ আমি ক্ষুব্ধ!
বলতে পারি না, দেখ আমি আহত!
আমি যতোই বলতে পারি না
লোকে ততোই ভুল বোঝে।
লোকে যতোই ভুল বোঝে, আমি ততোই বলতে পারি না।
চিৎকার করে বলতে পারি না,
আমি এই চক্র থেকে মুক্তি চাই! আমি এই জীবন থেকে মুক্তি চাই!
আমার চোখের ভাষা কেউ বোঝে না
অস্ফুট আমি মুখে কোন ভাষা খুঁজে পাই না
আমি যতোই বলতে পারি না, লোকে ততোই ভুল বোঝে
লোকে যতোই ভুল বোঝে, আমি ততোই বলতে পারি না!
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২২