এ তো গেল সেরা ১২টি মুভির কথা। কিন্তু শর্ট লিস্টের বাকী ১২টি মুভির কি হলো? ঐ পোস্টটি দিয়েই মনে হলো বাকী মুভিগুলোর কথাও পাঠকদের সঙ্গে শেয়ার করা দরকার। এই মুভিগুলো সম্ভবত আগের লিস্টের মুভিগুলোর চেয়ে বেশি সংখ্যক দর্শক দেখেছেন। যদিও মুভিগুলো বর্ষসেরা ১২টি মুভির তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেনি কিন্তু নিঃসন্দেহে এগুলো বছরের অন্যতম সেরা ও গুরুত্বপূর্ণ মুভি।
সেরা মুভি ২০১১: রানার্স-আপ বা বিকল্প ১২টি হলিউড/আমেরিকান মুভি:
• 50/50 (Comedy Drama)
পরিচালক: Jonathan Levine. অভিনয়ে: Joseph Gordon-Levitt, Seth Rogen.
• Bridesmaids (Comedy)
পরিচালক: Paul Feig. অভিনয়ে: Kristen Wiig, Maya Rudolph, Rose Byrne.
• Fast Five/The Fast and the Furious 5 (Action)
পরিচালক: Justin Lin. অভিনয়ে: Vin Diesel, Paul Walker.
• Mission: Impossible Ghost Protocol (Action Spy)
পরিচালক: Brad Bird. অভিনয়ে: Tom Cruise, Jeremy Renner, Simon Pegg.
• Sherlock Holmes: A Game of Shadows (Action Mystery)
পরিচালক: Guy Ritchie. অভিনয়ে: Robert Downey Jr., Jude Law.
• Source Code (Sci-Fi Thriller)
পরিচালক: Duncan Jones. অভিনয়ে: Jake Gyllenhaal.
• Super 8 (Sci-Fi Thriller)
পরিচালক: J.J. Abrams. অভিনয়ে: Joel Courtney, Elle Fanning, Kyle Chandler.
• The Adventures of Tintin: The Secret of the Unicorn (Animated Adventure)
পরিচালক: Steven Spielberg. অভিনয়ে: Jamie Bell, Andy Serkis.
• The Help (Comedy Drama )
পরিচালক: Tate Taylor. অভিনয়ে: Emma Stone, Viola Davis.
• The Muppets (Musical Comedy)
পরিচালক: James Bobin. অভিনয়ে: Jason Segel, Amy Adams.
• Warrior (Sports Drama)
পরিচালক: Gavin O'Connor. অভিনয়ে: Joel Edgerton, Tom Hardy, Nick Nolte.
• X-Men: First Class (Superhero)
পরিচালক: Matthew Vaughn. অভিনয়ে: James McAvoy.
রানার্স-আপ তালিকাটিতে জনপ্রিয় মুভির সংখ্যা বেশি, হয়তো তাই এই তালিকাটি অনেকের কাছে সেরা ১২টি হলিউড মুভির তালিকাটির চেয়ে অধিক ভালো লাগবে। কিন্তু আমার পরামর্শ থাকবে প্রথম তালিকাটি যেন মুভিপ্রেমীদের কাছে অধিক গুরুত্ব বহন করে।
হ্যাপি মুভি টাইম!