সে এক দিন বদল বটে! ভালবাসা তার মেদ-চর্বি বা আবরণ-বোরখা ছাড়িয়ে (বা হারিয়ে) দৈহিক কামনা বা 'আসল ফল' লাভের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এখানে ভালবাসা মানে শুধু 'লাভমেকিং'! মুভির ট্যাগ লাইনেই তো বলা হয়েছে, 'কাম ফল ইন লাস্ট'! বেচারা শরৎবাবু! ইন্ডিয়ার হালের প্রেম-পীরিতের এই চিত্রায়ন দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আবার যে পরলোকগামী হতেন সে কথা আর বলতে!
দেব. ডিতে দেব (অভয়) আছে, পারু (মাহি) আছে, চন্দ্রাও (কল্কি) আছে। নেই শুধু নিখাদ প্রেম, বদলে যৌনতা। পটভূমি বড়ই আধুনিক। দেব থাকতো ইউকেতে। পারুর সঙ্গে চ্যাটিং হতো অনলাইনে। কথা হতো ফোনে। পারুকে দেব তার নগ্ন ছবি পাঠাতে বলে। পারু শুনে 'তুমি কি পাগল হয়েছ?' বললেও পরে ঠিকই মেইল করে দেবের কাঙ্খিত ছবি। ওদিকে ছবি পেয়ে তো দেব বাবু ফিদা! পারুকে তৎক্ষণাৎ ফোন, 'পারু, আমি আসছি!!'! পারু তো খুশিতে আটখানা। দেবকে কাছে পাবে। কষ্ট করে আর ছবি তুলে মেইল করতে হবে না! দেব দেশে ফেরে। মুভির মূল কাহিনী শুরু এখান থেকে।
কাহিনী বলতে দেব-পারুর মিলিত (দৈহিক) হবার হরেক প্রচেষ্টা। দেবের মতি বিভ্রম, দেব-পারুর বিভেদ, পারুর অবজ্ঞা, চন্দ্রার 'চন্দ্রা' হয়ে ওঠা, দেবের মাদকাসক্তি, দেব-চন্দ্রা সম্পর্ক ইত্যাদি। দেবদাসের গল্প আমাদের জানাশোনা হলেও অনুরাগের গল্প বলায় একটা বিশেষ ঢঙ আছে। চিত্রনাট্যের বৈশিষ্ট্য হলো একাধিক ছোট গল্পকে সমান্তরাল গতিতে এগিয়ে নিয়ে একই বিন্দুতে মিলিয়ে দেয়া। কুশীলবদের অভিনয়ও উপভোগ্য। চিত্রগ্রাহক রাজিব রাভি ও শিল্পনির্দেশকরা তাদের সেরা কাজটাই করেছেন। আর অমিত ত্রিবেদীর মিউজিক তো রীতিমতো 'ইমোশনাল অত্যচার'! উহুঁ, নিন্দে নয়, প্রশংসাই করা হলো! অমিতের অসাধারণ মিউজিক মুভিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আর তার সাফল্যে জুটেছে দ্বিতীয় অ্যালবামেই জাতীয় পুরষ্কার।
অভয় দেওল যথারীতি ভালো অভিনয় করেছেন। কিন্তু চরম মাদকাসক্ত দেবকে যতোটা বিপর্যন্ত দেখানো উচিত ছিল অভয়ের চেহারায় বা এক্সপ্রেশনে ততোটা ফুটে ওঠেনি। অন্যদিকে, দুই নবাগতা মাহি গিল ও কল্কি কচলিনের অভিনয় রীতিমতো প্রশংসনীয়।
নতুন আঙ্গিকের দেবদাস কিছু সত্য তুলে এনেছে, অনেকটা কড়া ভাবেই। কিন্তু বিশ্বাস করুন, দেব. ডিয়ের দেবের জন্য চোখ একটুও ছলছল করলো না, যেমনটা হৃদয় কেঁদেছিল উপন্যাসের দেবদাস বা পর্দার অন্য দেবদাসদের জন্য। কেন তেমনটা হয়নি? কারণ পরিচালক চাননি। দেবকে ট্র্যাজিক হিরো বানানো তার উদ্দেশ্য ছিল না।
চর্বিত গল্পের এই জাতীয় প্রজেক্টে আমার নজর থাকে গল্প বলার স্টাইল আর সমাপ্তির ধরণের দিকে। দুই দিক থেকেই দেব. ডি উতরে গেছে দারুণভাবে। দেবের শেষ পরণিতি তো একেবারে মনের মতো। পুরো মুভি দেখার একটা তৃপ্তি এনে দেয়। শেষটা সত্যিই আকর্ষণীয়। পরিচালক তার বার্তা পৌঁছাতে পেরেছেন। বিপর্যস্ত দেবকে দিয়ে আশার বাণী শুনিয়েছেন যুবসমাজকে। যা মুভিটি দেখলে বুঝতে পারবেন।
রেটিং: ৪/৫